× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ ভূখণ্ডের কাছে ড্রোন : উস্কানি হিসেবে দেখছে রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১২:০৮ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৭:০০ পিএম

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত

রাশিয়ার নিজ ভূখণ্ডের কাছে যুক্তরাষ্ট্রের রিপার ড্রোনের নজরদারির ঘটনাকে উস্কানি হিসেবে দেখছে রাশিয়া।

বুধবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ সাংবাদিকদের এ কথা বলেন।

মঙ্গলবার (১৪ মার্চ) এই ড্রোন ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করে। সেখানে ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যারেন ডনফ্রিড তার সঙ্গে সাক্ষাৎ করেন।এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তোনভ। এ সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওই ড্রোনটি ইচ্ছাকৃত ও উস্কানিমূলকভাবে ট্রান্সপন্ডার (রেডিও সংকেত গ্রহণ ও স্বয়ংক্রিয়ভাবে সংকেত প্রেরণ করতে সক্ষম ডিভাইস) বন্ধ করে রুশ ভূখণ্ডে প্রবেশ করছিল। আমরা একে উস্কানি হিসেবে দেখছি।’

মঙ্গলবার রাশিয়ার দুটি সুখোই-২৭ মডেলের যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনের প্রপেলারে আঘাত করে; যার ফলে ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়ে যায়।

পেন্টাগন বলছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার এক বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর এ ধরনের ঘটনা এটিই প্রথম। হোয়াইট হাউসের মুখপাত্র এটিকে রাশিয়ার বেপরোয়া ও অপেশাদার আচরণ বলে আখ্যায়িত করেছেন।

যদিও রাশিয়া এসব অভিযোগ নাকচ করে জানিয়েছে, নিজেদের ‘কূটকৌশলের’ কারণেই ড্রোন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আন্তোনোভ বলেন, ‘আমাদের সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অগ্রহণযোগ্য কার্যকলাপ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ করছে; যা পরবর্তীতে কিয়েভ সরকার আমাদের অঞ্চল ও সশস্ত্র বাহিনীর ওপর আক্রমণ করার জন্য ব্যবহার করে থাকে।’

তবে এর আগে ইউরোপ ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হেকার বলেছিলেন, ‘আমাদের ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। তখন রাশিয়ার যুদ্ধবিমান এটিকে আঘাত করে। এই অনিরাপদ ও অপেশাদারত্বের কারণে দুটি বিমানই বিধ্বস্ত হতে বসেছিল।’

আন্তোনভ জানান, স্টেট ডিপার্টমেন্টে তারা ‘গঠনমূলক’ বৈঠক করেছেন। একই সঙ্গে দুই পক্ষই এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র : রাশিয়াটুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা