× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালাউয়ি, মোজাম্বিকে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত ৩ শতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১১:০২ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১১:১৮ এএম

বন্যার পানিতে রাস্তা, খামার, ঘরবাড়ি ভেসে গেছে। ছবি: সংগৃহীত

বন্যার পানিতে রাস্তা, খামার, ঘরবাড়ি ভেসে গেছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ফ্রেডি’র আঘাতে মালাউয়ি ও মোজাম্বিকে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশ দুটির কর্মকর্তারা। তবেেএই দুর্যেোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে সময় প্রয়োজন বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলো।

ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম আঘাত হানে ঘূণিঝড় ফ্রেডি। এরপর গত সপ্তাহে দ্বিতীয় দফায় আফ্রিকার দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা মহাদেশে আঘাত হানা সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো এই ফ্রেডি। এটি দক্ষিণ গোলার্ধে রেকর্ড করা সবচেয়ে দীর্ঘস্থায়ী ঘূণিঝড়।

গত বুধবার (১৫ মার্চ) রাতে কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশেই অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড়ে। যা তাদের আগের হিসাবের দ্বিগুণেরও বেশি।

অন্যদিকে, মালাউয়ি এখন পর্যন্ত ২২৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এতে আরও শতাধিক মানুষ আহত ও অনেকেই এখনও নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

দ্বিতীয় দফায় মোজাম্বিকে আঘাত হানার আগে এ ঘূর্ণিঝড়ে মাদাগাস্কার ও মোজাম্বিকে প্রায় ২৭ জনের মৃত্যু হয়।

বিরামহীন বৃষ্টি, বিদ্যুৎ বিভ্রাট চলতি সপ্তাহে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। এদিকে ঝড়ের কারণে বন্যার হয়েছে বিভিন্ন জায়গায়। বন্যার পানিতে রাস্তা, খামার ভেসে গেছে। ঘরবাড়ি ও মৃতদেহ মাটিতে চাপা পড়ে গেছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা