× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিবিএম উৎক্ষেপণ প্রত্যক্ষ করলেন কিম জং উন ও তার মেয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৩:২৩ পিএম

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করছেন কিম জং উন ও তার মেয়ে জু য়ে। ছবি : সংগৃহীত

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করছেন কিম জং উন ও তার মেয়ে জু য়ে। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত থেকে তার দেশের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে জু য়ে। 

শুক্রবার (১৭ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সেই ছবি প্রকাশ করেছে। 

কেসিএনএ’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার হোয়াসং-১৭ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চলতি বছর পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় আইসিবিএম পরীক্ষা।

এজেন্সিটি আরো জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে ‘ক্ষিপ্ত’ হয়ে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

দেশটির সরকারি রোদং সংবাদপত্রে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিম আকাশ অভিমুখে উৎক্ষেপণ করা সাদা ও কালো রঙের হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ করছেন। বিশ্লেষকরা এটিকে একটি ‘দানবীয় ক্ষেপণাস্ত্র’ নামে অভিহিত করেন।

খবরে বলা হয়, কিছু ছবিতে তাকে তার মেয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে দেখা যায়। 

রাষ্ট্রীয় গণমাধ্যম কখনো তার মেয়ের নাম উল্লেখ না করলেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মেয়েটিকে তার দ্বিতীয় সন্তান জু য়ে বলে চিহিৃত করে।

রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশ থেকে পৃথিবীকে দেখানো যে ছবিগুলো প্রকাশ করেছে তা আইসিএমএ’তে স্থাপিত একটি ক্যামেরার সাহায্যে তোলা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা