× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেদারল্যান্ডসে লাফিয়ে বাড়ছে খাবারের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৩:৫৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৪:২০ পিএম

নেদারল্যান্ডসে দিনদিন বাড়ছে খাবারের দাম। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসে দিনদিন বাড়ছে খাবারের দাম। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসে চলমান মুদ্রাস্ফীতির কারণে দিনদিন বাড়ছে খাবারের দাম। গত এক বছরের তুলনায় ফেব্রুয়ারি মাসে খাবারের দাম বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ। 

মঙ্গলবার (১৪ মার্চ) স্ট্যাটিস্টিকস নেদারল্যান্ডস (সিবিএস) এমন তথ্যই প্রকাশ করেছে।

এতে বলা হয়, কেবল খাবারের দামই বেড়েছে তা নয়। গত এক মাসেই কাপড়ের দামও বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। আর এসবের দাম দিনদিন আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদেরা।

দেশটির তৃতীয় বৃহত্তম ব্যাংক এবিএন আমরো‘র অর্থনীতিবিদ অ্যাগি ভ্যান হুইসেলিং বলেন, অস্বাভাবিকভাবে বাড়ছে জ্বালানির দামও। যা দেশে মুদ্রাস্ফীতি বাড়াতে সহায়তা করছে।

তিনি আরও বলেন, দেশে কাচা তরিতরকারির দাম হুহু করে বেড়ে যাচ্ছে। কারণ, টমেটোর মতো সবজিও গ্রিন হাউসে রেখে গ্যাসের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে।

ইউরোপীয় হারমোনাইজড কনজিউমার প্রাইস ইনডেক্সের (এইচআইসিপি) তথ্যানুসারে, নেদারল্যান্ডসে ভোগ্যপণ্য ও পরিষেবার দাম গত বছরের তুলনায় ফেব্রুয়ারিতে ৮ দশমিক ৯ শতাংশ বেশি ছিল।

তবে এবিএন আমরোর অর্থনীতিবিদরা আশা করছেন চলতি বছর মূল্যস্ফীতি শিথিল হবে এবং তা ৪ শতাংশে কমে আসবে। কিন্তু তারা আবার সতর্ক করে জানান, জ্বালানির দাম বাড়তে পারে, যার ফলে অন্যান্য পণ্যের খরচও বেড়ে যাবে।

সূত্র: রাশিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা