× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে গণহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি : জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৬:২২ পিএম

তদন্তকারী দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে। ছবি : সংগৃহীত

তদন্তকারী দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে। ছবি : সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনবিষয়ক একটি তদন্তকারী দল ইউক্রেনে গণহত্যা সংঘটনের কোনো তথ্য পায়নি। বৃহস্পতিবার (১৬ মার্চ) ওই দলের প্রধান এ কথা বলেন। 

তদন্তকারী দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে সেখানে গণহত্যার কোনো ঘটনা খুঁজে পাইনি।’ 

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক স্থানান্তরসহ গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মোসে বলেন, `আমরা এই সম্ভাবনাগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন এবং আমাদের আদেশ দীর্ঘায়িত হলে আমরা এটি অনুসরণ করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধাপে ধাপে যেতে হবে। আমরা কোথায় যাব তা নির্ভর করে আমরা কী পাব তার ওপর।’

এক বছর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা গঠিত তদন্তকারী দলটি প্রথম প্রতিবেদনে বলেছিল যে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে প্রচুর পরিমাণে মানবাধিকার লঙ্ঘন করেছে।

মোসের নেতৃত্বে তিন সদস্যের কমিশন গত বছর তৈরি করা হয়েছিল এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল আগামী মাসের শুরুতে সিদ্ধান্ত নেবে যে তার এক বছরের মেয়াদ বাড়ানো হবে কি না।

তিনি আরও বলেন, ‘সেখানে আমরা লক্ষ করেছি যে, দেশটিতে সংঘাতের এমন কিছু দিক আছে, যা অপরাধের বলে প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমরা এখনও এমন অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’

সূত্র : আল আরাবিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা