× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ড্রোন নামানো পাইলটদের পুরস্কৃত করল রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৯:১৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৯:৪৯ পিএম

ইউক্রেনের ভেতরে নিজেদের সেনাদের ঘাঁটি পরিদর্শনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত

ইউক্রেনের ভেতরে নিজেদের সেনাদের ঘাঁটি পরিদর্শনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এমকিউ- রিপার ড্রোনকে কৃষ্ণ সাগরে অবতরণে বাধ্য করা দুই রুশ বিমানের পাইলটকে শুক্রবার (১৭ মার্চ) পুরস্কৃত করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

রুশ প্রতিরক্ষা মন্ত্রাণলয় থেকে এমনটাই জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার নজরদারির কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের এমকিউ- রিপার ড্রোনকে কৃষ্ণ সাগরে নামতে বাধ্য করেছিল রাশিয়ার দুটি সুখোই-২৯ যুদ্ধবিমান। ঘটনা নিয়ে এরই মধ্যে উত্তেজনা বিরাজ করছে মস্কো ওয়াশিংটনের মধ্যে।

রাশিয়ার বিমানবাহিনীর এই তৎপরতাকে মারাত্মকভাবে অপেশাদার অনিরাপদ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। উল্টো ক্রেমলিন প্রশ্ন তুলেছে, রুশ ভূখণ্ডের কাছে যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানের অবস্থানের প্রাসঙ্গিকতা নিয়ে।  

এরই মধ্যে ড্রোন ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করে। সেখানে ইউরোপীয় ইউরেশীয়-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যারেন ডনফ্রিডের সঙ্গে কথা হয় আনাতোলির।

এরপর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত। সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওই ড্রোন ইচ্ছাকৃত উস্কানিমূলকভাবে ট্রান্সপন্ডার (রেডিও সংকেত গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে সংকেত প্রেরণ করতে সক্ষম ডিভাইস) বন্ধ করে রুশ ভূখণ্ডে প্রবেশ করছিল। আমরা একে উস্কানি হিসেবে দেখছি।

ছাড়া আনাতোলি আন্তোনভ এক টুইটবার্তায় দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ড্রোনটি কিয়েভের জন্য গোয়েন্দা তথ্য জোগাড় করছিল।


সূত্র : আল আরাবিয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা