স্লোভাক বিমান বাহিনীর মিগ-২৯এস যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ইউক্রেনকে সোভিয়েত আমলের ৪টি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে
ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড। এবার ন্যাটোভুক্ত আরেক দেশ স্লোভাকিয়াও সোভিয়েত আমলের ১৩টি
যুদ্ধবিমান কিয়েভকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার (১৭ মার্চ) জানিয়েছেন দেশটির
প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার।
দেশটির বিমানবাহিনীর বহরে এই ১৩টি যুদ্ধবিমানই রয়েছে। যদিও পার্টসের
অভাবে গত বছর থেকেই বিমানগুলোকে গ্রাউন্ডেড অবস্থায় আছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর
পর রুশ টেকনিশিয়ানরা চলে যাওয়ায় বিমানগুলোর পার্টস নিয়ে বেকায়দায় পড়ে স্লোভাকিয়া।
যদিও দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪টি এফ-১৬ বিমান কিনতে যাচ্ছে।
তবে ২০২৪ সালের আগে বিমানগুলো তাদের হাতে পাওয়ার সম্ভাবনা নেই।
যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনার বিষয়টি জানিয়ে হেগার বলেন, ইতিহাসে
সঠিক পক্ষেই আছে স্লোভাকিয়া। এ বিষয়ে তিনি একটি টুইটবার্তাও দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন
ইউক্রেনকে দেওয়া বিমানগুলো মিগ-২৯এস মডেলের।
ইউক্রেনও সাবেক সোভিয়েতভুক্ত দেশ হওয়ায় সোভিয়েত আমলের বিমানগুলো চালনায়
তাদের পাইলটদের দক্ষতা রয়েছে। তাই প্রতিশ্রুত এই ১৭টি বিমান হাতে পেলে রাশিয়ার বিরুদ্ধে
তাদের সক্ষমতা আরও বাড়বে।
তবে স্লোভাকিয়ার এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ার পক্ষ থেকে বলা
হয়েছে, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া, সংঘাতের চূড়ান্ত ফলে কোনো প্রভাব ফেলবে না।
রাশিয়ার পক্ষ থেকে এই যুদ্ধবিমানগুলো ধ্বংসেরও হুমকি দেওয়া হয়েছে।
#Slovak gov. just approved sending 13 #MiG29s to #Ukraine! Promises must be kept&when @ZelenskyyUa asked for more #weapons incl. fighter jets, I said we’ll do our best. Glad others’re doing the same. #Military aid’s????to ensure????????can defend itself&the entire #Europe against #Russia
— Eduard Heger (@eduardheger) March 17, 2023
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.