× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সের রাস্তায় বিক্ষুব্ধ জনতা, জ্বলছে গাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ২০:১২ পিএম

প্রতি দশজনে আটজনেরও বেশি মানুষ সরকারের ভোটাভুটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে নাখোশ। ছবি : সংগৃহীত

প্রতি দশজনে আটজনেরও বেশি মানুষ সরকারের ভোটাভুটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে নাখোশ। ছবি : সংগৃহীত

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হয়েছে ইমানুয়েল মাখোঁর সরকার। প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। মূলত আইনসভায় ভোটাভুটি ছাড়াই পেনশনব্যবস্থা সংস্কারের সরকারি সিদ্ধান্তেই ক্ষুব্ধ তারা। বিক্ষুব্ধ জনতাকে প্যারিস ও ফ্রান্সের অন্যান্য শহরে গাড়িতে আগুন দিতে দেখা গেছে। শুক্রবার (১৭ মার্চ) কিছুক্ষণের জন্য তারা প্যারিসের পাশ দিয়ে যাওয়া মহাসড়কও আটকে দেয়।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ফ্রান্সের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কট্টর বাম নেতা জন-লুক মেলেঞ্চন বলেন, ‘মৌলিক কিছু একটা হয়েছে এবং তা হলো তাৎক্ষণিকভাবে দেশের ভেতরে বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে জনসমাবেশের ঘটনা ঘটেছে। বলাবাহুল্য, আমি তাদের উৎসাহিত করছি। আমি মনে করি, সেখানেই এসব ঘটনা ঘটছে।’ 

পেনশনব্যবস্থা ঢেলে সাজালে ফ্রান্সে অবসরের বয়সসীমা দুই বছর বেড়ে ৬৪ বছর হয়ে যাবে। ফরাসি সরকারের দাবি, ব্যবস্থা টিকিয়ে রাখা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। ইউনিয়ন এবং বেশিরভাগ ফরাসি অবশ্য এ ব্যাপারে একমত নন।

আরটিএল রেডিওর টলুনা হ্যারিস ইন্টারঅ্যাকটিভ জরিপের তথ্যানুসারে, প্রতি দশজনে আটজনেরও বেশি মানুষ সরকারের ভোটাভুটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে নাখোশ। ৬৫ শতাংশ চায় ধর্মঘট ও প্রতিবাদ অব্যাহত থাকুক। 

৫২ বছর বয়সি মনোবিজ্ঞানী নাথালি আলকুইয়ের বলেন, ‘কোনো ভোট ছাড়াই এগিয়ে যাওয়া গণতন্ত্রকে প্রত্যাখ্যান করা…রাস্তায় কয়েক সপ্তাহ ধরে যা হচ্ছে, সেটিকে পুরোপুরি প্রত্যাখ্যান করা। এটি সহ্য করার মতো নয়।’

ফ্রান্সের প্রধান সারির ইউনিয়নগুলো এরই মধ্যে বড় পরিসরে জোট বেঁধেছে। তারা বলছে, এ পরিবর্তনের বিরুদ্ধে জনসমাবেশ অব্যাহত রাখা হবে এবং চেষ্টা করা হবে এটিকে উল্টে দেওয়ার। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, প্রায় ৩১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরটিএল রেডিওকে তিনি বলেন, বিরোধিতা করা বৈধ, প্রতিবাদ করা বৈধ। কিন্তু দাঙ্গাহাঙ্গামা করা নয়।’ 

আইনসভার বিরোধীদলীয় আইনপ্রণেতারা বলেছেন, তারা অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে, কট্টর বাম থেকে শুরু করে কট্টর ডান, সব পক্ষ থেকে এমপিরা একত্রিত না হলে এটির সেভাবে কোনো ভূমিকা রাখার সম্ভাবনা কম। এরই মধ্যে এ ধরনের জোটের গড়ে ওঠার সম্ভাবনাকে উড়িয়েও দিয়েছে রক্ষণশীল লেস রিপাবলিকেইনস দলের নেতারা।

তবে আশাহত হতে রাজি নন বিরোধীরা। কেন্দ্রীয় এমপি বার্ট্রান্ড পানচের অনাস্থা প্রস্তাবের পক্ষে এবং তিনি এলআর-দলীয় এমপিদেরকেও সেটিতে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন। এলসিআই টিভিতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘ভয় পাবেন না।’ সপ্তাহান্তে বা সোমবারে আইনসভায় ভোট অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা