× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১১:০২ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১১:৪১ এএম

পশ্চিম তীরে একটি বসতি পাহারা দিচ্ছে এক ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

পশ্চিম তীরে একটি বসতি পাহারা দিচ্ছে এক ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তারা দাবি করেছে, গুলিতে নিহত ইয়াজান ওমর জামিল খাসিব (২৩) নামের ওই ফিলিস্তিনি ছুরি নিয়ে তাদের দিকে তেড়ে এসেছিলেন।

খাসিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, শুক্রবার (১৭ মার্চ) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে এল-বিরেহ শহরের উত্তর দিকের প্রবেশপথে দখলদার ইসরায়েলি বাহিনী গুলি চালালে তিনি মারা যান।

ইসরায়েলি সেনাবাহিনী পরে দাবি করে, তাদের বাহিনী একজন সন্দেহভাজনকে দেখে পরিচয় দিতে বলে। তারা দাবি করেছে, এরপর লোকটি একটি ছুরি বের করে তেড়ে এলে ইসরায়েলি সেনারা গুলি চালায়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ হত্যাকাণ্ডটি এল-বিরেহের কাছের ফিলিস্তিনি গ্রাম বেতিনের কাছে ঘটেছে।

চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে শিশুসহ অন্তত ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

এক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী জেনিনে একটি অভিযানে তিন ফিলিস্তিনিকে হত্যা করে এবং ৪৮ ঘণ্টারও কম সময় পর একই শহরে আরেকটি অভিযানে ছয়জন নিহত হয়।

জানুয়ারিতে জেনিন শরণার্থী শিবিরে চালানো একটি বড় আকারের অভিযানের সময় ইসরায়েলি সেনারা একজন বয়স্ক নারীসহ নয় ফিলিস্তিনিকে হত্যা করে।

২০২৩ সালে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি হামলায় ১৪ জন নিহত হয়েছিল।

মানবাধিকার গ্রুপ বিটসেলেমের তথ্যানুসারে, ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি অভিযানে ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল।

অন্যদিকে ২০২২ সালে একই সময়ের মধ্যে ৩০ ইসরায়েলি নিহত হয়।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা