× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিটিআইকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনার আহ্বান মরিয়ম নওয়াজের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১১:৩১ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১২:১২ পিএম

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ শরীফ। ছবি : সংগৃহীত

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ শরীফ। ছবি : সংগৃহীত

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করতে দেশটির জোট সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মরিয়ম নওয়াজ শরিফ।

লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ শরিফ বলেন, ‘যেভাবে সরকার রাষ্ট্র নিষিদ্ধ একটি সন্ত্রাসী সংগঠনকে মোকাবিলা করে, ইমরান খানের দলকেও একইভাবে মোকাবিলা করা উচিত।’ 

তিনি আরও বলেন, ‘পিটিআইকে একটি রাজনৈতিক দল হিসেবে ভাবা বন্ধ করতে হবে এবং একটি রাজনৈতিক দল হিসেবে এটিকে মোকাবিলা করার বিষয়টি শেষ হওয়া দরকার।’

মরিয়ম নওয়াজ শরিফ বলেন, ‘পিটিআই চেয়ারম্যান তার সব কূটকৌশল ব্যর্থ হওয়ার পরে সরকারের সঙ্গে আলোচনার জন্য সম্মত হয়েছেন।’

পিএমএল-এন সহসভাপতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ’ করার জন্যও কটাক্ষ করেন।

মরিয়ম বলেন, ‘বিদেশি তহবিল তছরুপের মামলার পরে আমার কোনো সন্দেহ নেই যে তিনি (ইমরান) পাকিস্তানে নাগরিক অস্থিরতা ও নৈরাজ্য ছড়িয়েছিলেন। সন্ত্রাসীরা যখন সন্ত্রাস চালানোর পরিকল্পনা করে তখন তারা কী করে? তারা গুহায় লুকিয়ে থাকে এবং সেখান থেকে আদেশ দেয়।’

তিনি আরও বলেন, ‘কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে সব সময় দেখা যায় যে, রাজনৈতিক নেতা বা দলীয়প্রধান সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি সামনে এবং লোকেরা তার পেছনে থাকে।’

তিনি বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোর মতোই ‘জামান পার্কের গুহা থেকে’ ইমরান অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির আদেশ দিয়েছেন। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা