× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শি’র রাশিয়া সফর কতটা ফলপ্রসূ হবে?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১২:৪৬ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১২:৫৫ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সোমবার (২০ মার্চ) ইউক্রেনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আশায় রাশিয়া সফরে যাচ্ছেন। কারণ সাম্প্রতিক সময়ে চীন নিজেকে শান্তি স্থাপনকারী হিসেবে বিশ্বের সামনে উপস্থিত করতে চাচ্ছে।

শির বিশ্বমঞ্চে একটি বৃহত্তর ভূমিকা রাখতে চাওয়ার নজিরও রয়েছে। এই মাসে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যে একটি আশ্চর্যজনক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করে সফল হয়েছে বেইজিং।

কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো এটাই বলে আসছে যে, শি রাশিয়ায় তার তিন দিনের রাষ্ট্রীয় সফরের সময় তার ‘পুরোনো বন্ধু’ পুতিনের দিকেই ঝুঁকবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘চীন শান্তি আলোচনার উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করবে।’

বেইজিংয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ওয়াং ইয়েওয়েই বলেছেন, ‘সবারই ইচ্ছা যুদ্ধ বন্ধ করা। তবে এ ক্ষেত্রে ইউরোপকে অনেক কিছু হারাতে হবে এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করতে পারবে না।’ 

তিনি আরও বলেন, ‘চীন উভয় পক্ষেই তার মতামত প্রকাশ করতে পারে। বেইজিং বলছে যে, তারা ইউক্রেন ও রাশিয়া উভয়েরই বিশ্বস্ত বন্ধু। আমি মনে করি, এটি খুবই তাৎপর্যপূর্ণ।’

রাশিয়ার প্রধান মিত্র বেইজিং দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধের বিপরীতে নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে প্রমাণের চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং চীনা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এলিজাবেথ উইশনিক বলেছেন, ‘ইউক্রেনে শান্তিকে উৎসাহিত করার জন্য বেইজিং এখনও পর্যন্ত সামান্য কিছু করেছে। তাদের এই প্রচেষ্টাকে বিশ্বাসযোগ্য করতে বেইজিংকে অবশ্যই রাশিয়াকে চাপ দিতে হবে।’

মূল কথা ব্যতীত অনেক কথা

শান্তি স্থাপনকারী হিসেবে কাজ করার জন্য চীন গত মাসে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে একটি ১২ দফা প্রস্তাব প্রকাশ করেছে। যেখানে সংলাপ এবং সমস্ত দেশের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে।

বেইজিংয়ের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) বলেছে, একটি হলমার্ক শি নীতি, যার লক্ষ্য ‘টেকসই শান্তি ও উন্নয়ন’ প্রচার করা।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জা ইয়ান চং বলেছেন, ‘চীন আসলেই অর্থপূর্ণ উপায়ে শান্তি স্থাপনকারীর ভূমিকা পালনের জন্য তার প্রচেষ্টা বাড়াচ্ছে কি না তা ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের সময় বেইজিং কী প্রস্তাব করে সেটা থেকে বোঝা যাবে। তাদের আগের শান্তি পরিকল্পনায় কার্যকর প্রস্তাবের চেয়ে সাধারণ নীতিগুলো সম্পর্কে বেশি বলা হয়েছে।’

নিরপেক্ষ নয়

নিজেকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে দেখানোর জন্য বেইজিংয়ের প্রচেষ্টা এই মাসে আলোচনার কেন্দ্রে ছিল, যখন এটি সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে এমন একটি চুক্তির তত্ত্বাবধান করেছিল।

এটি পরবর্তী সময়ে দেখা যায় যে, মধ্যপ্রাচ্যে প্রধান বহিরাগত শক্তি ওয়াশিংটনের দীর্ঘস্থায়ী ভূমিকাকে চ্যালেঞ্জ করতেই শি ওই ভূমিকা পালন করেছেন।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া সহকারী অধ্যাপক অড্রি ওয়াং বলেছেন, ‘ইউক্রেনে গোলাগুলি বন্ধ করা সৌদি-ইরান চুক্তির চেয়ে ‘কিছুটা কঠিন’ হবে।’ 

মন্টক্লেয়ার স্টেটের উইশনিক বলেছেন, ‘ইউক্রেন চীনকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করার সম্ভাবনা কম, কারণ বেইজিংকে নিরপেক্ষ হিসেবে দেখা হয় না। শি কূটনৈতিক সাফল্যের জন্য আগ্রহী হতে পারে, কিন্তু আমি ইউক্রেনের দিগন্তে কাউকে দেখতে পাচ্ছি না। কারণ কোনো পক্ষই যুদ্ধক্ষেত্রে আঞ্চলিক লাভের জন্য এখনও হাল ছাড়তে রাজি নয়।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা