× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম

ইউক্রেন অভিযোগ করে বলেছে, এ হামলায় রাশিয়া ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। ছবি : সংগৃহীত

ইউক্রেন অভিযোগ করে বলেছে, এ হামলায় রাশিয়া ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রমাটরস্ক শহরে রাশিয়ার হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্ণর পাবলো কিরিলেঙ্কো। 

পাবলো কিরিলেঙ্কো অভিযোগ করে বলেছেন, রাশিয়া এ হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে।

তিনি তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, রুশ বাহিনী একটি পার্ক ও বেশকিছু আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় তারা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।

তিনি আরও বলেছেন, এ হামলার উদ্দেশ্য ছিল বেশি সম্ভব বেসামরিক লোককে হত্যা করা। উল্লেখ্য, ক্রমাটরস্ক দোনেৎস্ক অঞ্চলেই অবস্থিত। 

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা স্থানীয় সময় বিকেল চারটার কিছু আগে একসঙ্গে প্রায় ১০টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এর কিছুক্ষণ পরেই তারা দুই কিলোমিটার দূরের এলাকা থেকেও আরেক দফা বিষ্ফোরণের শব্দ শুনতে পান।

ক্রমাটরস্কের মেয়র আলেকজান্ডার গনচারেঙ্কো এই ক্লাস্টার বোমা হামলায় দুই জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

রাশিয়া অব্যাহতভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অধিকাংশ পশ্চিমা দেশের সমর্থনে করা জাতিসংঘ চুক্তিতে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারন, যুদ্ধ শেষ হওয়ার পরেও এ বোমার হুমকি রয়ে যায়।

রাশিয়া ও ইউক্রেন এ চুক্তিতে স্বাক্ষর করেনি। গত বছর ইউক্রেনে হামলা শুরুর পর থেকে জাতিসংঘ জনবহুল অঞ্চলে রাশিয়ার ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে আসছে।

সূত্র : এএফপি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা