× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য চাইতে রাহুল গান্ধীর বাসায় পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ২২:৫৫ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ২৩:০৩ পিএম

তথ্য চাইতে রাহুল গান্ধীর বাসায় পুলিশ

‘ভারত জোড়ো যাত্রায়’ দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে রবিবার সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বাসায় যায় দিল্লি পুলিশ। পদযাত্রা চলাকালে শ্রীনগরে রাহুল বলেছিলেন, ‘আমি শুনেছি, নারীদের ওপর এখনও যৌন নিপীড়ন চালানো হচ্ছে।’ 

গত ১৬ মার্চ এ বক্তব্য প্রশ্নে রাহুলকে নোটিশ দেয় পুলিশ। যেসব নারী যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে রাহুলের কাছে গিয়েছিলেন, তাদের ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয় ওই নোটিশে। দিল্লি পুলিশের দাবি, তারা যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই সেসব নারীর বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ কমিশনার সাগরপ্রীত হুদা নেতৃত্বাধীন পুলিশের দল রাহুলের ১২ তুঘলক লেনের বাড়িতে যায়। সে সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, রাজ্যসভার বিরোধী দলের নেতা অভিষেক মানু সিংভি, জয়রাম রমেশসহ শীর্ষ কংগ্রেস নেতারাও ওই বাড়িতে যান। পুলিশের দল চলে যাওয়ার পর রাহুলকেও গাড়িতে করে বাড়ি ছাড়তে দেখা যায়।

রাহুলের বিরুদ্ধে নোটিশ জারির কোনো আইনি ভিত্তি নেই বলেই মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। তারা এটিকে পুলিশের আরেক ধরনের হয়রানি হিসেবে দেখছে। নেতাদের ভাষ্যে, পুলিশ রাহুলকে বিবৃতি দিতে পারে, কিন্তু নিপীড়নের শিকার নারীদের নাম বলতে বাধ্য করতে পারে না।ভারত জোড়া যাত্রা শেষ হওয়ার ৪৫ দিন পর পুলিশ কেন এমন প্রশ্ন তুলেছে তা নিয়েও উঠেছে প্রশ্ন।

পুলিশ জানিয়েছে, রাহুল কিছুটা সময় চেয়েছেন তাদেরকে তথ্য দেওয়ার জন্য। বিশেষ কমিশনার হুদা বলেন, আমরা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছি। তিনি বলেছেন তার সময় প্রয়োজন এবং তিনি আমাদেরকে ওই তথ্যগুলো দেবেন যা আমরা চেয়েছি।’ 

রাহুল গান্ধীকে আরও একটি নোটিশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা