× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য চীন-রাশিয়াকে দায়ী করল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৪:৩২ পিএম

হাওয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত

হাওয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উৎসাহিত করায় চীন ও রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ায় সোমবার (২০ মার্চ) বেইজিং ও মস্কোকে দায়ী করে ওয়াশিংটন।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ‘ভালো বিশ্বাসের কূটনীতিতে সম্পৃক্ত হতে’ অস্বীকার করায় বেইজিং ও মস্কোর প্রতি তীব্র নিন্দা করেন।

তিনি অভিযোগ উত্থাপন করে বলেন, তাদের ‘নিরাপত্তা পরিষদে বাধাদান উত্তর কোরিয়াকে দায়মুক্তির সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উৎসাহিত করেছে।’

উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) ব্যবহার করে থমাস-গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জানতে চান, ‘চীন ও রাশিয়া ডিপিআরকের শাসনকে রক্ষা করতে আর কতবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বাধা দেবে?’

গত মে মাসে চীন ও রাশিয়া পিয়ংইয়ংয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভেটো দেয়।

তাই উত্তর কোরিয়া আন্তর্জাতিক আইন অমান্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সত্ত্বেও নিরাপত্তা পরিষদ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

নিরাপত্তা পরিষদ সর্বশেষ ২০১৭ সালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল। 

তৎকালীন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষার কারণে পিয়ংইয়ংয়ের ওপর তিন দফা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার তিনটি সর্বসম্মত প্রস্তাবের নেতৃত্ব দিয়েছিল।

এক যৌথ বিবৃতিতে সোমবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়াসহ পরিষদের নয় সদস্য রাষ্ট্র পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা করে বলেছে, ‘এমন ক্রমবর্ধমান সংকট শুধু এই অঞ্চলকেই নয়, বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।’

এদিকে চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় প্রত্যাখ্যান করে বলেছে, এর জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়াই দায়ী।

সূত্র : আলআরাবিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা