× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৩:৫৫ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৫:১১ পিএম

ক্রিমিয়ার সেভাস্তোপলের কৃষ্ণ সাগর বন্দরের কাছে রাশিয়ান নৌবাহিনীর জাহাজগুলো দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

ক্রিমিয়ার সেভাস্তোপলের কৃষ্ণ সাগর বন্দরের কাছে রাশিয়ান নৌবাহিনীর জাহাজগুলো দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসন ওই হামলার অবস্থানসহ বিশদ বিবরণ না দিয়ে টেলিগ্রামে জানিয়েছে, ‘কিয়েভ অঞ্চলে রাতের ড্রোন হামলার ফলে একটি বেসামরিক সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে আগুন লেগেছে।’

এদিকে রাশিয়ান নৌবাহিনী মস্কো অধিভুক্ত ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরে একটি ড্রোন হামলা ‘প্রতিহত’ করার দাবি করেছে। সেভাস্তোপল শহরের ক্রেমলিন-সমর্থিত গভর্নর বলেছেন, চীনা নেতা শি জিনপিং ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মস্কো ছেড়েছেন এবং উভয়েই তাদের বৈঠককে সম্পর্কের ‘নতুন যুগ’ হিসেবে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে ইউক্রেনকে ট্যাঙ্কের জন্য ইউরেনিয়াম শেল এবং গোলাবারুদ সরবরাহ করলে তার জবাবে মস্কো ‘প্রতিক্রিয়া করতে বাধ্য হবে’ বলে যুক্তরাজ্যের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২১ মার্চ) যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি নিশ্চিত করেছেন, ইউক্রেনে চ্যালেঞ্জার২ যুদ্ধ ট্যাঙ্কসহ পাঠানো সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ওই ইউরেনিয়াম শেল রয়েছে।

পুতিন সংবাদ সম্মেলনে পশ্চিমাদের ‘পারমাণবিক উপাদান’সহ অস্ত্র মোতায়েন করার জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম দিয়ে তৈরি শেল পাঠালে রাশিয়া এর ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।’

জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম একটি ‘মানক উপাদান’, যার ‘পরমাণু অস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

ক্রেমলিনে চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনে শুধু ট্যাঙ্ক সরবরাহের ঘোষণাই দেয়নি, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামের শেলও দিয়েছে। যদি এটি ঘটে তবে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার পুতিনের সতর্কতা প্রত্যাখ্যান করে বলেছে, বর্ম-ছিদ্রকারী শেলগুলো কয়েক দশক ধরেই প্রচলিত যুদ্ধ সরঞ্জাম ব্যবহার হচ্ছে এবং এটি ‘পারমাণবিক অস্ত্র বা সক্ষমতার সঙ্গে সম্পৃক্ত নয়।’

মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘রাশিয়া এটা জানে, কিন্তু মস্কো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানি বা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত পারমাণবিক সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি উপজাত। এটি সহজেই ইস্পাত ভেদ করতে সহায়তা করে। 

সূত্র : এএফপি, আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা