× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ বছরে এমন পরিবর্তন দেখা যায়নি : পুতিনকে শি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২১:০৪ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২১:১৮ পিএম

একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২১ মার্চ মস্কোয়। ছবি: সংগৃহীত

একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২১ মার্চ মস্কোয়। ছবি: সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার বিকালে বেইজিং পৌঁছেছেন। বুধবার সকালে মস্কো থেকে রওনা হওয়ার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেন শি। 

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে মঙ্গলবার (২১ মার্চ) শেষ বৈঠকে বিদায় মুহূর্তে শি পুতিনকে বলেন, বর্তমান ‍বিশ্বের অর্থনীতি, ভূ-রাজনীতিসহ ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটছে। এমন পরিবর্তন ১০০ বছরে দেখা যায়নি। আমরা এসব পরিবর্তনের অন্যতম কারিগর। 

জবাবে পুতিন বলেন, হ্যাঁ। আমি আপনার সঙ্গে একমত। 

তারপর শি পুতিনের দিকে হাত বাড়িয়ে দেন। এবং বলেন, প্রিয় বন্ধু, নিজের শরীরের যত্ন নেবেন। 

প্রতি-উত্তরে শির দুই হাতে হালকা ঝাঁকুনি দিয়ে পুতিন বলেন, ‘আপনার যাত্রা শুভ হোক।

আলজাজিরা জানায়, ইউক্রেনে নির্মমতার দায়ে পুতিনের বিরুদ্ধে গত সপ্তাহে মামলা করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর কয়েক দিন পরই মস্কো সফরে গেলেন শি। 

সফরে শি ও পুতিন অন্য বিষয়ের মধ্যে ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রস্তাব নিয়ে আলোচনা করে। চীনের শান্তি প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত ইউক্রেনও ইতিবাচক রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার কিছু পশ্চিমা মিত্র মনে করে, ইউক্রেন সংকট সমাধানের জন্য চীন উপযুক্ত শক্তি নয়। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা