× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝড়ে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২২:৫০ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২২:৫৩ পিএম

ক্যালিফোর্নিয়ার তুলে নদী প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে গেছে রাস্তাÑঘাট। ২১ মার্চ তোলা। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার তুলে নদী প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে গেছে রাস্তাÑঘাট। ২১ মার্চ তোলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে বুধবার ভোর থেকে নতুন করে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। প্রচন্ড বাতাসের সঙ্গে টানা বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। ফলে সেখানে বিদ্যুতহীন হয়ে পড়েছে হাজার হাজার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। 

টানা বৃষ্টির কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।ইতোমধ্যে রাজ্যটির ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্যটির ডায়ানা ক্রফটস-পেলেয়ো অঞ্চল আরও প্রায় ৪৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

তুল্যারে কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অন্যদিকে মধ্য-ক্যালিফোর্নিয়ায় বুধবার (২২ মার্চ) সকালে প্রায় এক লাখ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতহীন হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।  

ক্যালিফোর্নিয়ার পাশাপাশি বুধবার অ্যারিজোনা ও নেভাদা রাজ্যের কিছু কিছু অঞ্চলেও ব্যাপক বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। সঙ্গে রয়েছে প্রবাল বাতাস। 

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের জাতীয় আহ্বাওয়া দপ্তরের কর্মকর্তা বিল সাউথ বলেন, ক্যালিফোর্নিয়ায় আমাদের নদীগুলোর জল আজ আরও প্রায় ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। কিন্তু বৃষ্টির পরিমাণ ও সময় বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে। আরও বেশি বন্যা দেখা দিতে পারে।  

ক্যালিফোর্নিয়ায় গত ডিসেম্বরের শেষ থেকে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। এরপর থেকে সেখানে থেমে থেকে টানা বৃষ্টি, তুষার ও ঝড় অব্যাহত রয়েছে। 

সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা