× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগর ছেড়ে যেতে ‘সতর্ক’ করল বেইজিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৪:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে বৃহস্পতিবার (২৩ মার্চ) চিহ্নিত করে জাহাজটিকে বেইজিংয়ের দাবিকৃত ওই জলসীমা থেকে ‘চলে যেতে সতর্ক করেছে’ চীনা সামরিক বাহিনী।

প্রসঙ্গত, চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের উপর সার্বভৌমত্ব দাবি করে এবং এই কৌশলগত জলপথের মাধ্যমে বেইজিংয়ের বছরে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। যদিও আন্তর্জাতিক আদালতের রায়ে চীন সাগরের উপর চীনের সার্বভৌমত্বের ওই দাবির কোনো আইনি ভিত্তি নেই।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউএসএস মিলিয়াস ওই যুদ্ধজাহাজ বৃহস্পতিবার প্যারাসেল দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করেছে। একই দাবি করেছে ভিয়েতনামও।

চীনের মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, পিএলএ আইন অনুসারে জাহাজ ট্র্যাক ও পর্যবেক্ষণের জন্য সমুদ্র ও বিমান বাহিনীকে সংগঠিত করেছে এবং যুক্তরাষ্ট্রের জাহাজটিকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে।’

তিনি আরও বলেন, ‘জাহাজটি চীনা সরকারের অনুমতি ছাড়াই চীনের ভূখণ্ডের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করেছে।’

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চীনা কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে তার মধ্যে কিছু সামরিক সুবিধা এবং রানওয়ে তৈরী করেছে।

আঞ্চলিক দেশগুলো চীনা জাহাজের বিরুদ্ধে তাদের মাছ ধরার নৌকাকে হয়রানির অভিযোগও করেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা