× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল : মেদভেদেভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৭:২৩ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৭:৪০ পিএম

ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) এবং দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) এবং দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো চেষ্টাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বুধবার (২২ মার্চ) তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, মেদভেদেভ বলেছেন, ‘পুতিনকে গ্রেপ্তার করা হবে, এটা কল্পনাই করা যায় না। কিন্তু তারপরও ধরে নেন, তাকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তার করল বা গ্রেপ্তারের চেষ্টা করল। বিষয়টি এমন যে , পুতিন জার্মানির মতো কোনো দেশের সীমান্তবর্তী কোনো দেশ সফর করলেন, আর তাকে গ্রেপ্তারের চেষ্টা হলো। এর অর্থ কী? এটা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল।’

‘যদি এ রকম কিছু হয়, তাহলে রকেটসহ আমাদের যাবতীয় অস্ত্র দিয়ে জার্মানির পার্লামেন্ট বুন্দেজটাগ আঘাত করা হবে। আঘাত করা হবে জার্মানির চ্যান্সেলরের কার্যালয় এবং অন্য গুরুত্বপূর্ণ স্থাপনা।’

জোরপূর্বক ইউক্রেনের শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে গত সপ্তাহে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। মঙ্গলবার আইসিসির প্রধান কৌঁসুলি ও অন্য বিচারকদের বিরুদ্ধে পাল্টা ফৌজদারি তদন্ত শুরু করে রাশিয়া। রাশিয়ার পাল্টা পদক্ষেপ নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি।

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা