× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ০৯:৩২ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১২:৪০ পিএম

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় সেনাকর্মী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় সেনাকর্মী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ সেনা ও সেনাসহায়ক নিহত হয়েছেন। দেশটির তিনটি নিরাপত্তাসূত্র বৃহস্পতিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।

এর এক দিন আগে বুধবার দেশটির মধ্য উত্তরাঞ্চলে এ হামলা চালায় অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী। তবে ওই এলাকা আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থল বলে পরিচিত।

একটি সূত্র জানিয়েছে, ভুক্তভোগী সেনারা ঘটনাস্থলে পানির পাইপ পাহারা দিচ্ছিলেন। সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রায়ই এ পাইপগুলো ধ্বংস করে দেয়। এ ছাড়া সন্ত্রাসী গোষ্ঠীগুলো বুরকিনা ফাসোর উত্তর ও পূর্বের বেশ কয়েকটি অংশে প্রবেশপথও বন্ধ করে দিয়েছে।

সেখানে তারা রাস্তা খনন করে শহর অবরোধ করেছে, পানির অবকাঠামো ধ্বংস করেছে। পাশাপাশি আটকে পড়া বেসামরিক নাগরিকদের খাবার ও পণ্য সরবরাহের প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত করেছে।

তবে সরকারের মুখপাত্র বুধবারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীরগুলোর সঙ্গে লড়াই করে যাচ্ছে। আর এসব গোষ্ঠীর বেশিরভাগই আল কায়েদা ও আইএসের সঙ্গে সম্পৃক্ত। এক দশক ধরে এ অঞ্চলে আরও বেশি সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে প্রতি বছর নিহত হচ্ছে বেসামরিক লোকজন। এ ছাড়া বুরকিনা ফাসোর প্রতিবেশী রাষ্ট্র মালিতেও শিকড় গেড়েছে এসব সশস্ত্র গোষ্ঠী।

সাহারার দক্ষিণে সাহেল অঞ্চলে হাজার হাজার নিহত হচ্ছে এসব সহিংসতায়। ২০ লাখের বেশি মানুষ হয়েছে বাস্তুচ্যুত।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা