× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে পুলিশের গুলিতে মাদকচক্রের নেতাসহ নিহত ১৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১২:৪৬ পিএম

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিওডি জেনেরিওর কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিওডি জেনেরিওর কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সমুদ্র তীরবর্তী শহর রিও ডি জেনেরিওর কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) একটি অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে চালানো এক অভিযানে তারা নিহত হন।

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিওডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগুইরোয় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। তবে সংঘর্ষের সময় সন্দেহভাজন অপরাধীদের সঙ্গে সম্পর্ক নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দাও গুলিবিদ্ধ হয়ে আহত হন।

দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য প্যারায় মাদকচক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কস্তা আরাউজো এলাকায় লুকিয়ে ছিলেন। এ সংঘর্ষে তিনি নিহত হয়েছেন বলে জানায় পুলিশ। সাম্প্রতিক বছরগুলোতে প্যারায় ঘটে যাওয়া সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ অফিসারের মৃত্যুর সঙ্গে আরাউজোর জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।

তাই বৃহস্পতিবারের অভিযানে আরাউজোকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়। এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

যদিও রিও রাজ্যের পুলিশ বাহিনী মেট্রো এলাকার বিস্তীর্ণ বস্তিতে নিয়মিত প্রাণঘাতী অভিযান চালায়।

রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লেখেন,  ‘আমরা রিওকে অন্য রাজ্য থেকে আসা ডাকাতদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেব না।’

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা