× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপের কাছে ফের যুদ্ধবিমান-ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ২০:৩০ পিএম

এক ভিডিওবার্তায় ইইউ নেতাদের দ্রুত আধুনিক অস্ত্র, বিশেষত যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

এক ভিডিওবার্তায় ইইউ নেতাদের দ্রুত আধুনিক অস্ত্র, বিশেষত যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের কাছে দ্রুত আধুনিক অস্ত্র, বিশেষত যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় ইইউ নেতাদের বছরের পর বছর ধরে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেওয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরুর দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এখন রাশিয়াকে ঠেকানো নির্ভর করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পদক্ষেপের ওপর।

সম্প্রতি ইইউ ১০ লাখ শেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলেনস্কি ফের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের সরবরাহের দাবি জানান।

তিনি বলেন, তার বিশ্বাস এসব সরঞ্জাম পেলে রুশ বাহিনীকে ঠেকানো দ্রুত সম্ভব হবে।

জেলেনস্কির এমন মন্তব্যের মাধ্যমে ইইউ রাষ্ট্রগুলোর পদক্ষেপের প্রতি তার ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, ইইউ মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তিনি ইইউ নেতাদের বলেন, ‘যদি ইউরোপ অপেক্ষা করে, তবে মন্দেরা (রাশিয়া) আবার সংগঠিত হবে এবং বছরের পর বছর যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার মতো সময় পাবে। আর এটি প্রতিরোধ করা আপনাদের ক্ষমতার মধ্যে রয়েছে।’

ইউক্রেন নেতা আরও বলেন, কেবল আধুনিক অস্ত্রই নয় এমনকি তার দেশকে সদস্যপদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতেও বিলম্ব করছে ইইউ।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘প্রিয় সহকর্মীরা, আপনারা কি মনে করেন না যে আমরা আমাদের যৌথ পদক্ষেপে বিলম্বের কারণে কম সাফল্য পেয়েছি। দুর্ভাগ্যবশত, হ্যাঁ আর ক্রেমলিন এর সবটাই দেখছে। কিন্তু আমরা আমাদের সেনাদের হাতে অস্ত্র পাঠাতে দেরি করতে পারি না। আমাদের আধুনিক যুদ্ধবিমান দরকার। আমরা এ বিষয়ে কথা বলেছি। আধুনিক যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে বিলম্বের কি সত্যিই কোনো যুক্তিসংগত কারণ আছে?’

জেলেনস্কি একদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, অন্যদিকে পোল্যান্ড ও স্লোভাকিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তার ভিডিওবার্তায়। এ দুই ন্যাটো সদস্য কিয়েভ সেনাদের মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করতে সম্মত হওয়ায় তাদের ধন্যবাদ জানান তিনি।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা