× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইয়ের স্যাটেলাইট ব্যবহার করছে ইউক্রেনীয় সেনারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৬:২০ পিএম

ট্যাবের সাহায্যে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে তথ্য নিয়ে পরিকল্পনা ঠিক করে থর। ছবি : সংগৃহীত

ট্যাবের সাহায্যে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে তথ্য নিয়ে পরিকল্পনা ঠিক করে থর। ছবি : সংগৃহীত

ইউক্রেন পুলিশের বিশেষ অপারেশন ইউনিট ‘থর’-এর সদস্যরা রুশ বাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর সময় সিআইএ স্যাটেলাইটের ডেটা ব্যবহার করছে। এমনটাই টাইমস পত্রিকাকে জানিয়েছেন ইউনিটের প্রধান।

পুলিশের ২৭ সদস্যবিশিষ্ট এই ইউনিটের প্রধানের নামও থর। তিনি জানান, তার ট্যাবে একটি বিশেষ অ্যাপ্লিকেশন আছে, যা সিআইয়ের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত। এই অ্যাপ্লিকেশনের সহায়তা নিয়েই তারা আক্রমণের সম্ভাব্য লক্ষ্য নির্ধারণ করেন।

পুলিশ ইউনিট হলেও রুশ সেনাদের সঙ্গে লড়াই করার ও রাশিয়ার স্থাপনায় হামলা করার লাইসেন্স তাদের রয়েছে।

থর ইউনিটের অন্য আরেক সদস্য জানিয়েছেন, থর ইচ্ছাকৃতভাবে রুশ সেনাদের হত্যার বদলে ড্রোন হামলায় আহত করতে চায়। যাতে তারা পঙ্গু হয়ে বাকি জীবন রাষ্ট্রের বোঝা হয়ে যায়।

রাশিয়া বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সহায়তা সংঘাতকে কেবল দীর্ঘায়িতই করবে, মস্কোর উদ্দেশ্য বাস্তবায়ন থেকে পিছু হটাতে পারবে না।

গত সপ্তাহে একই অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোনকেও কৃষ্ণ সাগরে অবতরণে বাধ্য করে রুশ বিমানবাহিনী।

এদিকে টাইমসের মতে, থরের সব সদস্যই ২০১৪ সালে দোনেৎস্ক ও লুহানেস্কে রুশপন্থি বিদ্রোহীদের দমনে বিশেষ সামরিক অভিযানে যুক্ত ছিল।

ক্রেমলিন শুরু থেকেই বলে আসছে, দোনেৎস্ক ও লুহানেস্ক নিয়ে গঠিত দোনবাস অঞ্চলে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।

তাই দোনেৎস্ক অঞ্চলের রুশভাষীদের রক্ষায় ও ইউক্রেনে নব্য নাৎসিদের হটানোর কথা বলেই দেশটিতে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা।


সূত্র : রাশিয়া টুডে  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা