× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় পুতিনের সাবেক বক্তৃতা লেখক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৩:৫২ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক বক্তৃতা লেখক আব্বাস গ্যালিয়ামভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক বক্তৃতা লেখক আব্বাস গ্যালিয়ামভ। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের বিষয়ে মন্তব্যের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক বক্তৃতা লেখক আব্বাস গ্যালিয়ামভকে সন্দেহভাজনদের তালিকায় রেখেছে মস্কোর পুলিশ।

২০০৮-২০১২ সাল পর্যন্ত পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন তার জন্য বক্তৃতা লিখেছিলেন এই গ্যালিয়ামভ। ৫০ বছর বয়সি গ্যালিয়ামভ পরে একজন স্পষ্টভাষী রাজনৈতিক পরামর্শদাতা এবং বিশ্লেষক হয়ে ওঠেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিদেশে অবস্থান করছেন।

গত শুক্রবার রাশিয়া এবং আন্তর্জাতিক সংবাদ আউটলেটগুলো আবিষ্কার করেছে যে, গ্যালিয়ামভকে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে। ডাটাবেসের এন্ট্রিতে বলা হয়েছে যে, তিনি ‘একটি ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পর্কিত।’ 

রাশিয়ার আইন মন্ত্রণালয় গত মাসে তার বিদেশি এজেন্টদের তালিকায় গ্যালিয়ামভকে যুক্ত করেছে।

মন্ত্রণালয় বলেছে, গ্যালিয়ামভ ‘বিদেশি এজেন্টদের দ্বারা তৈরি গুজবগুলো সীমাহীন লোকদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বিদেশি শত্রুদের তথ্য প্ল্যাটফর্মগুলোতে বিশেষজ্ঞ এবং উত্তরদাতা হিসেবেও অংশগ্রহণ করেছেন।’

গ্যালিয়ামভ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘রাশিয়া এক ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।’

গ্যালিয়ামভ গত শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তিনি জানতে পেরেছেন যে, তাকে ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে। কোনো আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ হয়নি, তাই তিনি জানেন না যে, তিনি রাশিয়ায় কোন অভিযোগের মুখোমুখি হয়েছেন।

তিনি বলেন, ‘আমি অনুমান করি যে, আনুষ্ঠানিকভাবে এটি সেনাবাহিনীকে অসম্মান করার অপরাধ। এটি এমন কারও বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যারা ক্রেমলিনের প্লেবুককে প্রসারিত করতে অস্বীকার করে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর গৃহীত একটি নতুন আইনের অধীনে রাশিয়ান সশস্ত্র বাহিনীকে অসম্মান করা একটি অপরাধ হয়ে উঠেছে। ক্রেমলিনের সমালোচকদের আইনের অধীনে নিয়মিতভাবে অভিযুক্ত করা হচ্ছে।

গ্যালিয়ামভ তার বিরুদ্ধে ওই পদক্ষেপকে রাশিয়ান সরকারের ‘ভীতি প্রদর্শন কৌশল’-এর অংশ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, ‘এটি বাকিদের জন্য একটি বার্তা যে, সমালোচনা করবেন না, মনে করবেন না যে কী ঘটছে, সে সম্পর্কে আপনার স্বাধীন দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন না।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা