× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন রাহুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৯:৪৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২০:২৩ পিএম

গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন রাহুল

গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভারতের রাজনীতিবিদ ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (২৫ মার্চ) এ মন্তব্য করেন তিনি। এ কংগ্রেস নেতার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ ব্যবসায়ী মিত্রের বিরুদ্ধে তদন্ত দাবি করার কারণেই আইনসভায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। 

গত বৃহস্পতিবার এক মানহানির ফৌজদারি মামলায় তার দুই বছরের কারাদণ্ড হয়। পরে শুক্রবার রাহুলের লোকসভার পদটি খারিজ হয়ে যায়। কারণ ভারতের আইন অনুসারে, দণ্ডিত কোনো ব্যক্তি আইনসভায় অংশ নিতে পারবেন না। 

এসব ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধেই আঙুল তুলছেন রাজনীতিবিরোধী এবং অধিকার গোষ্ঠীগুলো। অন্যদিকে রাহুল গান্ধী বলছেন, চাপের মুখে নতি স্বীকার করবেন না তিনি। রাহুল বলেন, ‘এই দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে যা করা উচিত তা-ই করব আমি।’ ক্ষমতাসীন দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘সবাই তাদের নিয়ে ভীত। আমি তাদের ভয় করি না।’ 

ভারতের ব্যবসায়ী গৌতম আদানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক বেশ পুরোনো। কিন্তু নতুন করে বিষয়টি সামনে এসেছে চলতি বছরের শুরুর দিকে, মার্কিন এক বিনিয়োগ প্রতিষ্ঠান আদানির শিল্প গোষ্ঠীর প্রতি করপোরেট জালিয়াতির অভিযোগ তোলার পর। 

গান্ধী সাংবাদিকদের বলেন, ‘আমাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে… কারণ আদানির ব্যাপারে আমার পরবর্তী বক্তৃতা নিয়ে ভীত ছিলেন প্রধানমন্ত্রী। আমি প্রশ্ন তোলা অব্যাহত রাখব।’ 

গান্ধীকে অযোগ্য ঘোষণা করে তার লোকসভা পদ বাতিল করে দেওয়ার ঘটনায় শনিবার ভারতের বিভিন্ন স্থানে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ করেছেন। সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা