ছবি সংগৃহীত
জার্মানির পুলিশ রবিবার (২৬ মার্চ ) জানিয়েছে, শনিবার (২৫মার্চ) রাতে বন্দরনগরী হামবুর্গে এক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শহরটিতে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী গুলিবর্ষণের বড় ঘটনা ঘটল। চলতি মাসের শুরুর দিকের আরেক ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান।
হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী। ধারণা করা হচ্ছে যে, তিনি অন্য একজন ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন। প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, হামবুর্গের লাঙ্গেনহর্ন জেলায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়। পুলিশ সেখানে দুটি ভবনের মাঝের স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করে। গুলিতে দুজনেরই তাৎক্ষণিক মৃত্যু হয়।
সূত্র : রয়টার্স
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.