সেন্ট লরেন্স নদীতে চলছে উদ্ধারকাজ। ছবি : বিবিসি
কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশুসহ আট অভিবাসীর মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
কানাডা পুলিশের একটি হেলিকপ্টার শুক্রবার (৩১ মার্চ) সেন্ট লরেন্স নদীতে ওই মৃতদেহগুলো দেখতে পায়।
মৃতরা রোমানিয়া ও ভারতের দুটি পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। নিহতের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক ও দুই শিশু।
তাদের বহন করা নৌকার মাঝি ৩০ বছর বয়সি কেসি ওকস এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রথম মৃতদেহটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহাক অঞ্চল আকওয়েসানে সি স্নাইনের একটি জলাভূমিতে পাওয়া যায়। আশপাশেই বাকি লাশগুলো পাওয়া গেছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশপ্রধান সাংবাদিকদের জানান, এক শিশুর বয়স তিন বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল।
অ্যাকওয়েসনে মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও’ব্রায়েন সাংবাদিকদের বলেন, ‘মৃতদেহগুলো দুটি পরিবারের। পরিবার দুটির একটি রোমানিয়ার, অন্যটি ভারতের।
ও’ব্রায়েন বলেন, ‘মৃতরা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের চেষ্টা করেছে বলে মনে করা হচ্ছে। বুধবার রাতে এলাকায় আবহাওয়া খারাপ ছিল।’
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘এটি একটি হৃদয়বিদারক পরিস্থিতি।
আমাদের সঠিকভাবে বুঝতে হবে কী ঘটেছে, কীভাবে এটি ঘটেছে এবং এটি আবার ঘটার সম্ভাবনা কমানোর জন্য আমরা যা করতে পারি তা করতে হবে।’
কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা লোকদের মৃতদেহ সাম্প্রতিক মাসগুলোয় অন্যান্য স্থানেও আবিষ্কৃত হয়েছে।
গত জানুয়ারিতে কানাডার পুলিশ ইউএস-কানাডা সীমান্তে এমারসন, ম্যানিটোবার কাছে একটি তুষারক্ষেত্রে এক শিশুসহ চারজনের মৃতদেহ খুঁজে পেয়েছিল। নিহতরা ভারতের একটি পরিবারের বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.