× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছর বয়সে বই প্রকাশ করে বিশ্ব রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২১:৫৭ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২২:০৭ পিএম

চার বছর বয়সে বই প্রকাশ করে বিশ্ব রেকর্ড

সংযুক্ত আরবে আমিরাতের চার বছরের এক শিশু বই প্রকাশ করে বিশ্ব রেকর্ড গড়েছে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ‘বই প্রকাশে বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি (পুরুষ)’ তকমাটি এখন তার দখলে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সাফল্যের জন্য বয়সসীমা জরুরি কিছু নয়। 

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুসারে, শিশুটির বয়স চার বছর ২১৮ দিন। নাম সায়ীদ রাশিদ আলমেহরি, বসবাস আবুধাবিতে। শিশুটি যে শুধু বই প্রকাশ করেছেন তা নয়, তার বইয়ের এক হাজার কপি বিক্রিও হয়েছে। 

তার রেকর্ডটির যাচাই পর্ব চলতি মাসের শুরুর ভাগে শেষ হয়েছে বলেই উল্লেখ করেছে গিনেজ কর্তৃপক্ষ। তারা আরও জানায়, বইটির নাম ‘দ্য এলিফেন্ট সায়ীদ অ্যান্ড দ্য বিয়ার’। এটি মূলত উদারতা এবং দুই প্রাণীর বন্ধুত্বের গল্প।

সায়ীদের পরিবারে সে একাই এরকম রেকর্ডধারী নন। তার বোন আলধাবি (৮) এর দখলে রয়েছে ‘কনিষ্ঠতম দ্বিভাষিক বই সিরিজ প্রকাশক (নারী)’ তকমাটি। এ ছাড়াও ‘দ্বিভাষিক বই প্রকাশে কনিষ্ঠতম ব্যক্তি (নারী)’ তকমাটিও তার দখলে। রাশীদ সায়ীদ বোনকেই নিজ বই রচনার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল বলে জানিয়েছে।

প্রসঙ্গত সায়ীদের বোন আলধাবি আবুধাবির অল্প বয়সি উদ্যোক্তাদের মধ্যে একজন। তার একটি স্থানীয় প্রকাশনা সংস্থাও রয়েছে। নাম ‘রেইনবো চিমনি এডুকেশনাল এইডস’। সায়ীদ রাশীদ আলমেহরি বলেন, আমি আমার বোনকে অনেক ভালোবাসি, এবং তার সঙ্গে সব সময় খেলতে পছন্দ করি। আমরা পড়ি, লিখি, ছবি আঁকি এবং অন্যান্য আরও অনেক কাজ করি একত্রে। আমি আমার বই লিখেছি, কারণ আমার মনে হয়েছে যে আমারও একটি বই থাকতে পারে।’

নিজ বই প্রসঙ্গে শিশুটি বলে, ‘এটি এলিফেন্ট সায়ীদ এবং মেরু ভল্লুকের গল্প। হাতিটি পিকনিকে গিয়েছিল এবং একটি মেরু ভল্লুক দেখে। তার মনে হয়েছিল ভালুকটি তাকে খেয়ে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত হাতিটি দয়া দেখায় এবং বলে ‘চলো আমরা একত্রে পিকনিক করি’। এরপর তারা বন্ধু হয়ে যায় এবং একজন আরেকজনের প্রতি দয়া দেখায়।’  সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা