× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বাখমুতের যুদ্ধ শেষ হয়নি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১২:০১ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১২:০৩ পিএম

বাখমুতের ফ্রন্ট লাইনে একটি সাঁজোয়াযানের উপরে ইউক্রেনের সেনারা।  ছবি : সংগৃহীত

বাখমুতের ফ্রন্ট লাইনে একটি সাঁজোয়াযানের উপরে ইউক্রেনের সেনারা। ছবি : সংগৃহীত

বাখমুতের জন্য যুদ্ধ শেষ হয়নি এবং ইউক্রেন এখনও শহরটি ধরে রাখার জন্য কঠোর লড়াই করছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত সোমবার (৩ এপ্রিল) সাংবাদিকদের বলেছেন, ‘শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়িত করা যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘এই সপ্তাহে ইউক্রেনের জন্য একটি অতিরিক্ত সহায়তা প্যাকেজ আশা করা যেতে পারে।’

রুশ বাহিনী বাখমুত দখল করা থেকে এখনও অনেক দূরে এবং শহরের প্রশাসন ভবনের চারপাশে ভারী যুদ্ধ চলছে, যেখানে ওয়াগনার গ্রুপ রাশিয়ার পতাকা উত্তোলন করেছে বলে দাবি করেছে-ইউক্রেনীয় সেনাদের এমন মন্তব্যের পর কয়েক ঘন্টা পরেই জন কিবরি ওই মন্তব্য আসলো।

ইউক্রেনের পূর্ব সামরিক কমান্ডের মুখপাত্র সের্হি চেরেভাতি ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বাখমুত রাশিয়ার বাহিনীর হাত থেকে এখনও অনেক দূরে।

এর আগে গত সোমবার ওয়াগনার গ্রুপ দাবি করেছিল যে, তারা শহরের টাউন হল দখল করেছে। তবে ওয়াগনারের ওই দাবি নিশ্চিত করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শিল্প শহর বাখমুতের জন্য এই লড়াই ইউক্রেনে রাশিয়ার বছরের দীর্ঘতম আক্রমণের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে। 

প্রায় ৭০ হাজার জনসংখ্যার বাখমুতের বেশিরভাগই ২০২২ সালে শহর ছেড়ে পালিয়েছিল।

ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, কতজন বেসামরিক লোক এখনও বাখমুতে রয়ে গেছে তা বলা কঠিন। তবে তাদের অনুমান এক হাজার থেকে পাঁচ হাজার লোক এখনও শহরটিতে রয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা