× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারের আগুন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৪:১৬ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৬:৪৩ পিএম

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর। প্রবা কোলাজ

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর। প্রবা কোলাজ

দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে দিশাহারা হয়ে পড়েছেন দোকানিরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট মার্কেটের চারদিক থেকে চেষ্টা করছে।

তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনী। এ ছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ডের খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে ‘বাংলাদেশের রাজধানীতে পোশাকের বাজারে আগুন লেগেছে।’ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক ফোনে এপিকে জানিয়েছে, ‘ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

টাইমস অব ইন্ডিয়া তাদের খবরের শিরোনাম করেছে, ‘ঢাকার জনপ্রিয় পোশাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।’ টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।’    

একটু ভিন্ন আঙ্গিকে শিরোনাম করেছে দ্য গার্ডিয়ান। তাদের শিরোনাম হলো, ‘ঢাকার বিশাল কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে লড়ছে শতাধিক অগ্নিনির্বাপক কর্মী।’ 

প্রতিবেদনে তারা লিখেছে, ‘মঙ্গলবার সকালের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দোকান মালিক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গার্ডিয়ানকে জানিয়েছেন, ‘বঙ্গবাজার ও পার্শ্ববর্তী তিনটি বাণিজ্যিক এলাকা প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।’

‘বাংলাদেশের রাজধানীর জনপ্রিয় পোশাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার জনপ্রিয় পোশাকের মার্কেটে বড় ধরনের আগুন লেগে তিন হাজার দোকান পুড়ে গেছে। ওই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রায় ৬০০ ফায়ার সার্ভিস কর্মী। 

‘ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে প্রতিবেদন করেছে হিন্দুস্তান টাইমসও। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলনের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। 

ডেকান হেরাল্ড প্রতিবেদন করেছে ‘ঢাকার সবচেয়ে বড় কাপড়ের মার্কেটে আগুন লেগেছে’ শিরোনামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে বাজারের দোকানের মালিক-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের দোকান থেকে মালামাল সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা গেছে।

এই বিষয়ে এনডিটিভি শিরোনাম করেছে, ‘বাংলাদেশে কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা।’ কান্নায় ভেঙে পড়া দোকানি আব্দুল মান্নান এনডিটিভিকে বলেন, ‘আমি আমার জীবনে এমন আগুন দেখিনি। আমার দোকানের সবকিছু পুড়ে গেছে।’

‘ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন’ শিরোনামে এই অগ্নিকাণ্ডের ওপর প্রতিবেদন করেছে আনন্দবাজার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা