× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে হিন্দুদের উৎসবে মুসলমানদের টার্গেট করা হয়েছে : ওআইসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:১০ পিএম

বিহার রাজ্যের সাসারাম জেলায় রাম নবমী উৎসবের সময় সহিংসতার পরের চিত্র। ছবি : আলজাজিরা

বিহার রাজ্যের সাসারাম জেলায় রাম নবমী উৎসবের সময় সহিংসতার পরের চিত্র। ছবি : আলজাজিরা

ভারতে রাম নবমী উৎসবের সময় মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত ‘সহিংসতা ও ভাঙচুরের উস্কানিমূলক কর্মকাণ্ডের’ নিন্দা করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। 

এক বিবৃতিতে গত মঙ্গলবার ওআইসি বলেছে, ৯ দিনের রাম নবমী উৎসবের সময় মুসলমানদের ওপর হামলার ঘটনাগুলো ‘ভারতে ইসলামোফোবিয়া এবং পদ্ধতিগতভাবে ভারতে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করার একটি স্পষ্ট প্রকাশ।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটির নিন্দা করে বলেছে, ওই বিবৃতি ওআইসির একটি ‘ভারতবিরোধী এজেন্ডা।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে এক বিবৃতিতে বলেছেন, ‘এটি তাদের সাম্প্রদায়িক মানসিকতা এবং ভারতবিরোধী এজেন্ডার আরও একটি উদাহরণ। ওআইসি শুধু ভারতবিরোধী শক্তির দ্বারা ক্রমাগত কারসাজি করে তার সুনাম নষ্ট করে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, ত্রিশূল, তলোয়ার, লাঠি এবং অন্যান্য অস্ত্র বহনকারী লোকদের একটি বড় মিছিল বেশ কয়েকটি শহরের মুসলিমপাড়ার মধ্য দিয়ে যায়। তারা ঘৃণাত্মক স্লোগান দেয় এবং এমনকি কিছু জায়গায় মুসলিমদের বাড়িঘর ও দোকানে আগুন দেয়।

ওআইসির প্রতিবেদন অনুসারে, উৎসব চলাকালীন সহিংসতায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে।

জেদ্দাভিত্তিক ৫৭ সদস্যের ওআইসি গ্রুপ বলেছে, ‘রাম নবমী মিছিলের সময় বিহারের বিহার শরিফ শহরে চরমপন্থি হিন্দু জনতা একটি মাদ্রাসা এবং এর গ্রন্থাগার পুড়িয়ে দেয়।’

পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তর প্রদেশ এবং অন্যান্য রাজ্য থেকে সহিংসতার অনুরূপ ঘটনার খবর পাওয়া গেছে। যার ফলে সারা দেশে ১০০ জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে।

সমালোচকরা বলছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে কট্টরপন্থি হিন্দু গোষ্ঠীগুলো উৎসাহ পেয়েছে৷

ওআইসি জানিয়েছে, ‘সংস্থাটির জেনারেল সেক্রেটারিয়েট ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের কর্মকাণ্ডের উস্কানিদাতা এবং অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে এবং দেশের মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা