× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির বন্দরে এক দশকের মধ্যে প্রথম ভিড়ল রুশ যুদ্ধজাহাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১২:৪৬ পিএম

জেদ্দা বন্দরে নোঙর করা রাশিয়ার যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

জেদ্দা বন্দরে নোঙর করা রাশিয়ার যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

বিগত এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো সৌদি আরবের কোনো বন্দরে রাশিয়ার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ নোঙর করেছে।

নোঙরের অনুমতি চেয়ে রাশিয়ার নৌবাহিনীর বিরল আহ্বানে সৌদির সাড়া দেওয়ার পর রাশিয়ার জাহাজ দুটি স্বল্প সময় অবস্থানের পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) জেদ্দা বন্দর ত্যাগ করে। খবরটি নিশ্চিত করেছেন রাশিয়ার কর্মকর্তারা।

রিয়াদে রাশিয়ার দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভ ও ট্যাঙ্কার কামা বুধবার জেদ্দায় পৌঁছায় এবং ২৪ ঘণ্টার কম সময়ের এক ‘জাঁকজমকপূর্ণ’ সফরের পর তারা ওই বন্দর ছেড়ে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বলেছে, প্রায় ১০ বছরের মধ্যে রাশিয়ার যুদ্ধজাহাজের সৌদি বন্দরে ভেড়ার ক্ষেত্রে এটি ছিল রিয়াদের প্রথম সম্মতি।

মন্ত্রণালয়টি আরও জানায়, জেদ্দায় জাহাজ দুটির ক্রুদের জন্য একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়।

প্রসঙ্গত, রাশিয়ার এ দুটি যুদ্ধজাহাজ লোহিত সাগরের জেদ্দা বন্দর থেকে খাদ্যসামগ্রী ও খাবার পানি নিয়েছে বলে জানা গেছে।

জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত অ্যাডমিরাল গোর্শকভ ও কামা রাশিয়ার নর্দার্ন ফ্লিট জাহাজের একটি গ্রুপের অংশ ছিল, যা জানুয়ারিতে ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশগ্রহণ করে।

এসবের মধ্যে একটি মহড়া ছিল চীন ও অন্যটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

এদিকে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়ে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে সমঝোতামূলক অবস্থান নিয়েছে সৌদি আরব।

অন্যদিকে রাশিয়া বিশ্বের তেলের বাজার নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় সৌদি আরব এবং তেল রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সংস্থা ওপেকের অন্যান্য সদস্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এ মাসের গোড়ার দিকে ওপেক ও তার মিত্র দেশগুলো প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন হ্রাসের এক আকস্মিক পদক্ষেপ গ্রহণ করে।

এমন পদক্ষেপে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এর কঠোর সমালোচনা করে।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা