× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্রসর প্রযুক্তির আইসিবিএম পরীক্ষা চালাল রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১২:৪৫ পিএম

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ রাশিয়ার আস্ট্রাখান অঞ্চলের কাপুস্টিন ইয়ার রেঞ্জে ‘ইস্কান্দার’ নামে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় (ফাইল ফটো)। ছবি : মস্কো টাইমস

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ রাশিয়ার আস্ট্রাখান অঞ্চলের কাপুস্টিন ইয়ার রেঞ্জে ‘ইস্কান্দার’ নামে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় (ফাইল ফটো)। ছবি : মস্কো টাইমস

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর একটি ‘উন্নত’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে ‘কমব্যাট ক্রু স্থলভিত্তিক একটি ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাধ্যমে সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ ওয়ারহেড প্রদত্ত নির্ভুলতার সঙ্গে কাজাখস্তানের সারি-শাগান প্রশিক্ষণ গ্রাউন্ডের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

গত বছর ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন যে, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে।

ওই চুক্তির অধীনে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পরমাণু মজুদ সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল।

তিন সপ্তাহেরও আগে পুতিন বলেছিলেন, তিনি প্রতিবেশী এবং মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করার মাধ্যমে অস্ত্রগুলোকে ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপেরই নিন্দা জানিয়েছিল ন্যাটো ও পশ্চিমারা।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন নির্দিষ্ট করেনি।

তবে মন্ত্রণালয়টি বলেছে, মহড়ার উদ্দেশ্য ছিল ‘আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা।’

বিবৃতিতে আরও বলা হয় : ‘এ উৎক্ষেপণের মাধ্যমে নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন ও প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।’

সূত্র : মস্কো টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা