× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপন নথি ফাঁসের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১০:০০ এএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১০:০৬ এএম

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে জ্যাক টেক্সেইরা। ছবি : বিবিসি

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে জ্যাক টেক্সেইরা। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিচলিত করা সামরিক গোয়েন্দা তথ্য ফাঁস করার জন্য সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

গ্রেপ্তার করা ২১ বছর বয়সি জ্যাক টেক্সেইরা দেশটির বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য বলে জানা গেছে।

জ্যাক টেক্সেইরাকে গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি করা হয়েছে।

প্রসঙ্গত, জ্যাক টেক্সেইরা যে নথিপত্র ফাঁস করেছিলেন, তাতে ইউক্রেনের যুদ্ধ এবং মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি সম্পর্কে গোয়েন্দা তথ্য প্রকাশ পায়।

টেক্সেইরাকে আটকের ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি সশস্ত্র এফবিআই অফিসারদের দিকে আত্নসমর্পণের ভঙ্গিতে হাত তুলে পেছন দিকে হাঁটছেন। পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়ির দিকে নিয়ে যাওয়া হয়।

টেক্সেইরাকে বোস্টন থেকে গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তারা এলাকার রাস্তা অবরোধ করেন।

স্থানীয় বাসিন্দা ডিক ট্রেসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সেখানে প্রায় ছয় থেকে আটজন সেনা সদস্য রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এটি একটি খুব শান্ত এলাকা ‘

টেক্সেইরা শুক্রবার (১৪ এপ্রিল) বোস্টনে প্রথম আদালতে উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি পশ্চিম কেপ কডের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবস্থিত ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

সিবিএস নিউজ দ্বারা প্রাপ্ত পরিষেবা রেকর্ড অনুসারে টেক্সেইরা ২০১৯ সালে বাহিনীতে যোগ দিয়েছিলেন। তার অফিসিয়াল শিরোনাম হলো সাইবার ট্রান্সপোর্ট সিস্টেম ট্রাভেলম্যান এবং তিনি এয়ারম্যান প্রথম অপেক্ষাকৃত জুনিয়র পদে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

গারল্যান্ড তদন্ত বা ফাঁসের উদ্দেশ্য সম্পর্কে আর কোনো বিবরণ দেননি।

আগের দিন একটি পৃথক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছিলেন, ‘তথ্য ফাঁস একটি ইচ্ছাকৃত অপরাধমূলক কাজ ‘

টেক্সেইরার স্কুল জীবনের বন্ধু ২২ বছর বয়সি এডি সুজা রয়টার্সকে বলেন, ‘সে একজন ভালো মানুষ এবং সমস্যা সৃষ্টিকারী নয়। সে শান্ত প্রকৃতির। এটা তার একটা বোকামি বলেই মনে হচ্ছে।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা