× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৫:৫৯ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৬:২২ পিএম

উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া লোকদের উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। ছবি : আলজাজিরা

উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া লোকদের উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। ছবি : আলজাজিরা

পূর্ব ইউক্রেনের শহর স্লোভিয়ানস্কের আবাসিক এলাকায় রাশিয়ার গোলাবর্ষণে গত শুক্রবার শিশুসহ ৮ জন নিহত হয়েছে। 

শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে মারা যায় বলে জানা গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাগরিকদের সেনাবাহিনীতে সংগঠিত করা সহজ করতে এবং তাদের দেশ থেকে পালাতে বাধা দেওয়ার জন্য একটি খসড়া বিলে স্বাক্ষর করার মধ্যেই প্রতিবেশীদের ওপর এই চালালো মস্কো। 

রাশিয়া আরও বলেছে, স্লোভিয়ানস্কের ৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাখমুতের পতন হলে সেটি এই বড় শহরটির জন্য গুরুতর ঝুঁকির সৃষ্টি করবে।  

স্লোভিয়ানস্ক ডোনেটস্ক অঞ্চলের একটি অংশে অবস্থিত, যা ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন।

আবাসিক ভবনে রাশিয়ান হামলার পর ডোনেটস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো ইউক্রেনের টেলিভিশনে বলেছেন, ‘হামলায় ২১ জন আহত হয়েছে এবং আটজন মারা গেছে।’ 

তিনি বলেন, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এএফপি সাংবাদিকরা ঘটনাস্থল থেকে বলেছেন, হামলার পর উদ্ধারকর্মীরা সোভিয়েত যুগের নির্মিত আবাসিক ভবনের ওপরের তলায় বেঁচে যাওয়া লোকদের উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেখান থেকে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে।

ইউক্রেনের পুলিশ টুইটারে জানিয়েছে, ‘ধ্বংসস্তূপ থেকে বের করে আনার পর একটি অ্যাম্বুলেন্সে এক শিশু মারা গেছে।’

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এই ‘অবর্ণনীয় শোকের’ সময় শিশুটির পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে আবাসিক ভবনে ‘নৃশংসভাবে গোলাবর্ষণ’ এবং ‘দিবালোকে মানুষ হত্যার’ জন্য রাশিয়ার নিন্দা করেছেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা