× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতা পরিকল্পনায় নর্থ সিতে রাশিয়ার ছদ্মবেশী জাহাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৩:০৬ পিএম

রাশিয়ার ছদ্মবেশী জাহাজ অ্যাডমিরাল ভ্লাদিমিরস্কি। ছবি : বিবিসি

রাশিয়ার ছদ্মবেশী জাহাজ অ্যাডমিরাল ভ্লাদিমিরস্কি। ছবি : বিবিসি

ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের যৌথ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ সির বায়ু খামার এবং ইউরোপের দেশগুলোর যোগাযোগের তারগুলো ধ্বংস করার নাশকতার একটি পরিকল্পনা রয়েছে রাশিয়ার।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ সিতে মাছ ধরার ট্রলার এবং গবেষণা জাহাজের ছদ্মবেশে রাশিয়ার জাহাজের একটি বহর রয়েছে।

তারা পানির নিচে নজরদারি সরঞ্জাম বহন করে সম্ভাব্য নাশকতার জন্য মূল সাইট ম্যাপ তৈরি করছে।

এ তদন্ত প্রতিবেদনের ওপর নির্মিত ধারাবাহিক তথ্যচিত্রটির প্রথম পর্ব বুধবার (১৯ এপ্রিল) ডেনমার্কের ডিআর, নরওয়ের এনআরকে, সুইডেনের এসভিটি ও ফিনল্যান্ডের ওয়াইএলই টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

ডেনমার্কের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, পশ্চিমের সঙ্গে পরিপূর্ণ সংঘর্ষ বাধাতে নাশকতার পরিকল্পনা করছে মস্কো।

নরওয়ের গোয়েন্দাপ্রধানও বলেছেন, নাশকতার জন্য মূল সাইট ম্যাপ তৈরির কার্যক্রমটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এবং এটি সরাসরি মস্কো থেকে নিয়ন্ত্রিত হয়।

প্রতিবেদনটি তৈরির সময় রাশিয়া বুঝতে পেরে একটি জাহাজের অবস্থান প্রকাশ না করার জন্য ট্রান্সমিটার বন্ধ করে দেয় দাবি করেছেন তদন্তকারীরা।

প্রতিবেদনটি ‘অ্যাডমিরাল ভ্লাদিমিরস্কি’ নামে একটি রাশিয়ান জাহাজের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। আনুষ্ঠানিকভাবে এটি একটি ডুবো গবেষণা বিষয়ক জাহাজ।

কিন্তু প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, এটি আসলে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ।

তথ্যচিত্রটি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের উপকূলের কাছে সাতটি বায়ু খামারের আশপাশে জাহাজটির গতিবিধি ট্র্যাক করতে একজন বেনামি ইউকে রয়্যাল নেভি বিশেষজ্ঞের সহায়তা নিয়েছিল।

ওই বেনামি ইউকে রয়্যাল নেভি বিশেষজ্ঞ বলেন, বায়ুর খামার ও লোটার রয়েছে এমন অঞ্চলের কাছে পৌঁছানোর পর জাহাজটির গতি ধীর হয়ে যায়।

তিনি দাবি করেন, জাহাজটি রাডারে ধরা পড়া এড়াতে ট্রান্সমিটার বন্ধ রেখে এক মাসের জন্য যাত্রা করেছিল।

যখন তথ্যচিত্রটির একজন প্রতিবেদক একটি ছোট নৌকায় চড়ে ওই জাহাজের কাছে আসেন, তখন তিনি একজন মুখোশধারী ব্যক্তির মুখোমুখি হন, যার কাছে একটি সামরিক অ্যাসল্ট রাইফেল ছিল।

গত বছর স্কটিশ উপকূলে একই জাহাজ দেখা গিয়েছিল বলে জানা গেছে। জাহাজটিকে ১০ নভেম্বর মোরে ফার্থে প্রবেশ করতে দেখা গেছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের কর্মকর্তারা তাদের জলসীমার তলদেশে রাশিয়ার ম্যাপিং অভিপ্রায় সম্পর্কে সচেতন।

গত ফেব্রুয়ারিতে ডাচ গোয়েন্দারা রাশিয়ার এমন কার্যকলাপ সম্পর্কে একটি সরকারি সতর্কতা জারি করেছিলেন।

দেশটির সামরিক গোয়েন্দাপ্রধান জেনারেল জ্যান সুইলেন্স বলেছেন, নর্থ সিতে একটি বায়ু খামারের কাছে রাশিয়ার জাহাজ শনাক্ত করা হয়েছে, যা সাইটগুলো ম্যাপিং করছে।

তিনি আরও বলেন, ‘আমরা সাম্প্রতিক মাসগুলোয় দেখেছি যে, রাশিয়া নর্থ সিতে কীভাবে শক্তি ব্যবস্থা কাজ করে তা উন্মোচন করার চেষ্টা করেছে। এটি প্রথমবারের মতো আমরা দেখেছি।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে মস্কোর উদ্দেশ্য হতে পারে যোগাযোগের ক্ষতি করা বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পশ্চিমা দেশগুলোর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেওয়া।’

প্রসঙ্গত, এ বছরের ১৩ এপ্রিল নরওয়ে ১৫ রুশ কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে। ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর ইউরোপজুড়ে বহিষ্কারের তরঙ্গের মধ্যে এটি সর্বশেষ ছিল।

গত বছরের অক্টোবরে পুলিশ শেটল্যান্ড দ্বীপপুঞ্জে একটি তার কাটার পরে মূল ভূখণ্ডের সঙ্গে নরওয়ের যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তখন ধারণা করা হয়েছিল কোনো ‘মাছ ধরার জাহাজ’ দ্বারা ওই সমস্যা সৃষ্ট।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা