× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া ছাড়ল ইউরোপের বৃহত্তম ভদকা কোম্পানি অ্যাবসল্যুট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৭:৩৫ পিএম

ইউক্রেনে হামলা সত্ত্বেও রাশিয়ায় ভদকা রপ্তানির কারণে সমালোচনার মুখে পড়ে সুইডেনের ভদকা ব্র্যান্ড অ্যাবসল্যুট। এ অবস্থায় কোম্পানিটি রাশিয়ায় ভদকা রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। প্রতীকী ছবি

ইউক্রেনে হামলা সত্ত্বেও রাশিয়ায় ভদকা রপ্তানির কারণে সমালোচনার মুখে পড়ে সুইডেনের ভদকা ব্র্যান্ড অ্যাবসল্যুট। এ অবস্থায় কোম্পানিটি রাশিয়ায় ভদকা রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। প্রতীকী ছবি

ইউরোপের বিখ্যাত ভদকা ব্র্যান্ড অ্যাবসল্যুট রাশিয়ায় নিজেদের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি। ইউক্রেনে হামলা সত্ত্বেও রাশিয়ায় ভদকা রপ্তানির কারণে সমালোচনায় পড়ে সুইডেনের কোম্পানিটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 

অ্যাবসল্যুটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানি ডুরক্স বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং অংশীদারদের কথা আমলে নিতে হবে। সর্বত্র যে সমালোচনা হচ্ছে, তার ভার তাদেরও বইতে হচ্ছে। এটা তাদের জন্য সমস্যাজনক। এ অবস্থায় আমরা রাশিয়ায় অ্যাবসল্যুট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। 

অ্যাবসল্যুটের মূল কোম্পানি পারনড রিকার্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ায় পণ্য রপ্তানি আমরা বন্ধ রেখেছিলাম। কিন্তু রাশিয়ার অ্যাবসল্যুটের এজেন্ট, কর্মকর্তা-কর্মচারীদের কথা ভেবে গত সপ্তাহে তা ফের রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের এ সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তাই রাশিয়ায় অ্যাবসল্যুট রপ্তানি বন্ধের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রুশ গণমাধ্যম আরটি জানায়, পারনড রিকার্ডের সিদ্ধান্ত নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি বলেছেন, অ্যাবসল্যুট রাশিয়ায় ফের ভদকা রপ্তানি শুরু করেছে, এ খবর আমাকে বিস্মিত করেছে। 

গত সপ্তাহ থেকে রাশিয়ায় রপ্তানি শুরুর পর সুইডেনের কিছু বার ও রেস্তোরাঁয়া অ্যাবসল্যুট পরিবেশন বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। 

অ্যাবসল্যুট ইউরোপের প্রধান সারির প্রিমিয়াম ভদকাগুলোর একটি। এটি দক্ষিণ সুইডেনের শীতকালীন গম থেকে তৈরি করা হয়। 

সূত্র : আরটি

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা