× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমিত শাহকে ফোন দেওয়ার প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবেন মমতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৯:০৪ পিএম

মমতা বন্দোপাধ্যায়। ছবি : সংগৃহীত

মমতা বন্দোপাধ্যায়। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, পার্টির জাতীয় স্ট্যাটাস ফিরে পেতে আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলাম, কেউ এমন প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব। বুধবার (১৯ এপ্রিল) রাজ্যের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

রাজ্যের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দাবি করেন, জাতীয় পর্যায়ে পার্টির মর্যাদা হারিয়ে দিশেহারা অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস। এ অবস্থায় পার্টির স্ট্যাটাস ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। 

শুভেন্দুর এ দাবির জবাবে বুধবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই মন্তব্য করেন মমতা। অন্যদিকে মমতা পাল্টা অভিযোগ করেন, শুভেন্দু মিথ্যা বলছে। তিনি এ ধরনের মিথ্যা বলতে অভ্যস্ত। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত মমতার ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন শুভেন্দু। কিন্তু নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তিনি। এরপর মমতা ও শুভেন্দুর মধ্যে রাজনৈতিক বিতণ্ডা বাড়তে থাকে।

এনডিটিভি জানায়, চলতি মাসের শুরুর দিকে মমতার পার্টি তৃণমূল কংগ্রেসের জাতীয় পর্যায়ের মর্যাদা কেড়ে নেয় নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, পার্টিটির যথেষ্ট গ্রহণযোগ্যতা নেই। কমিশনের এ সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে তৃণমূল। 

সূত্র : এনডিটিভি

 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা