× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

ওমানে ঈদ শনিবার

প্রবা প্রতিবেদন

২১ এপ্রিল ২০২৩ ১০:১৬ এএম । আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১১:১৬ এএম

ওমানই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একমাত্র দেশ, যারা শনিবার ঈদ করছে। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান ঈদুল ফিতর উদযাপন করবে শনিবার (২২ এপ্রিল)। তবে সৌদি আরবসহ অঞ্চলটির বাকি সব দেশ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ উদযাপন করছে।

বৃহস্পতিবার রাতে ওমানের ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি

বিবৃতিতে বলা হয়, ২৯ রমজান সন্ধ্যায় মূল চাঁদ দেখা কমিটির বৈঠক হয়েছে। ধর্মমন্ত্রী ড. মোহাম্মদ বিন সাঈদ বিন খালফান আল মামারি বৈঠকে সভাপতিত্ব করেছেন। কমিটির সদস্যরা জানিয়েছেন, ঈদের চাঁদ দেখা গেছে— এমন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ তারা পাননি। এ কারণে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে ওমানে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলভুক্ত দেশের সংখ্যা মোট ৬টি। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান। এই ছয়টি দেশই উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘ স্থলসীমান্তও রয়েছে ওমানের।

ওমানই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একমাত্র দেশ, যেটি শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

সূত্র : ওমান নিউজ এজেন্সি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা