৩০ এর বেশি জাতি ও জনগোষ্ঠীর ১২৫ তরুণ ও যুবকদের একটি দল মোটরসাইকেলে শনিবার ঘুরে বেড়াবে দুবাইয়ে। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গ্যাস ও তেল সমৃদ্ধ দেশটির তরুণ ও যুবকদের বিলাসিতা চোখে পড়ার মতো। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন শনিবার (২২ এপ্রিল) দেশটির কিছু বাইকার একটি অন্যরকম মোটরসাইকেল শোভাযাত্রার উদ্যোগ নিয়েছে।
দুবাইয়ে অবস্থানকারী ৩০ এর বেশি জাতি ও জনগোষ্ঠীর ১২৫ তরুণ ও যুবকদের একটি দল মোটরসাইকেলে পাড়ি দেবে দীর্ঘ পথ। শনিবার সকালে তারা দুবাইয়ের একটি পেট্রল পাম্পে জড়ো হবে। সেখানে শোভাযাত্রার নিয়ম বলে দেওয়া হবে। জানিয়ে দেওয়া হবে অন্য নির্দেশনা।
এরপর তারা দুবাইয়ের ব্যাক স্ট্রিট বেয়ে, নানা গলি পার হয়ে পৌঁছাবে হাত্তা ড্যামে। সেখানে তারা নানান ফুর্তি করবে।
সবশেষে তারা একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ উত্তোলন করবে। তহবিলটা দিয়ে দুবাইয়ে থাকা একটি জায়গার শ্রমিকদের জন্য ওয়াটার কুলার কেনা হবে।
এবারের শোভাযাত্রার নাম বাইকার ব্রাদারহুড ঈদ মিনাল রাইড। এতে অংশগ্রহণকারীদের সবার থাকবে হারলেস ও বিএমডাব্লিউ। সঙ্গে চাইলে কোনো প্রিয়জনকেও নেওয়া যাবে।
বাইকারদের একজন ভিকি এম। ১৯৮৬ সাল থেকে তিনি দুবাইয়ে মোটরসাইকেল চালান। অভিজ্ঞ এ বাইকার বলেন, হ্যাঁ, অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের আনন্দ। আমি বেশ উৎসাহী।
সূত্র: গালফ নিউজ
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.