নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ঈদুল ফিতরের নামাজের পর কনি আইল্যান্ড বিনোদন পার্কের দৃশ্য। ২০২১ সালের ১৩ মে ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মুসলমানরাও শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঈদুল ফিতর উদযাপন করছেন। ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার পর এক বিবৃতিতে দেশটির ফিকাহ কাউন্সিল এ ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের প্রসারণ ছিল ৮ ডিগ্রি এবং সূর্য থেকে এটি ৫ ডিগ্রি ওপরে ছিল। তাই ২১ এপ্রিল শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন।
চান্দ্র বছরের হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের ১ তারিখেই উদযাপিত হয় ঈদুল ফিতর। রমজান মাসের দীর্ঘ এক মাস সংযমের পর ঈদুল ফিতরের মধ্যমে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।
সৌদি ও যুক্তরাষ্ট্র ব্যতীত শুক্রবার ঈদ উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও মিসরসহ কয়েকটি দেশ।
অন্যদিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইসহ এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া এবং মরক্কোসহ বহু সংখ্যক দেশ শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছে ৩০ লাখ মুসলমান, যা দেশটির মোট জনসংখ্যার ১ শতাংশ।
অন্য দেশের মুসলমানদের মতো যুক্তরাষ্ট্রের মুসলমানরাও ঈদের দিন পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে যান, খুতবা শোনেন, নামাজ পড়েন, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে কুশল বিনিময় করে থাকেন।
সূত্র : মরক্কো ওয়ার্ল্ড নিউজ
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.