সেনাবাহিনীর পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শন করছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারত অধিকৃত জম্মু ও কাম্মিরের পুঞ্চে ভারতীয় সেনাদের গাড়িতে হামলা চালিয়েছে লস্কর-ই-তৈয়বার সাত জঙ্গি। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) জঙ্গিরা রকেট-প্রপেলড গ্রেনেড (যা কাঁধ থেকে ছোড়া যায়) এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল। তবে ঠিক কীভাবে হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
গোয়েন্দাদের কাছে এটাও স্পষ্ট নয় যে, সরাসরি রকেট ছোড়ায় সেনাদের গাড়িতে আগুন ধরে গিয়েছিল, নাকি সেনাদের হত্যার পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
ওই হামলার ঘটনায় ভারতীয় রাইফেলসের এক জওয়ান আহত এবং পাঁচ জওয়ান নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার পুঞ্চের যে জায়গায় হামলা চালানো হয়েছে, তা নিয়ন্ত্রণরেখার ভিম্বার গলি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত।
ওই এলাকায় ঘন জঙ্গল রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই এলাকায় পাকিস্তানি জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে।
জঙ্গিরা জঙ্গলে লুকিয়ে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালানোর ছক কষেছিল।
সেই জঙ্গিদের খোঁজে ইতোমধ্যে চিরুনি তল্লাশি শুরু করেছে নাগরোটার ১৬ কোর।
বিষয়টির সঙ্গে অবহিত কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মে শ্রীনগরে যে জি-২০ বৈঠক আছে, তা বানচাল করার জন্য চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তাই এই জঙ্গি হামলার হাত রয়েছে দেশটির।
এমনিতেই শ্রীনগরের অনুষ্ঠান বয়কট করার জন্য জি-২০ গোষ্ঠীভুক্ত সদস্যদের কাছে ইতোমধ্যে আর্জি জানিয়েছে ইসলামাবাদ।
জম্মু ও কাম্মির পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জম্মু-কাম্মির ও উত্তর প্রদেশে সংঘর্ষ ছড়াতে ইচ্ছাকৃতভাবে ওই হামলার পরিকল্পনা করেছে পাকিস্তান।
জি-২০ অনুষ্ঠানে যে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে ভীতি তৈরির জন্যই ওই হামলা চালানো হয়েছে বলে জম্মু ও কাম্মির পুলিশের ওই শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
ওই হামলায় মৃত জওয়ানদের নাম প্রকাশ করেছে ভারত। যে চার জওয়ান নিহত হয়েছে, তাদের মধ্যে চারজন পাঞ্জাবের বাসিন্দা। এরা হলেন-- হাবিলদার মনদীপ সিং, সিপাই হরক্রিষণ সিং, ল্যান্সনায়েক কুলবন্ত সিং এবং সিপাই সেবক সিং।
অপরজন ওড়িশার বাসিন্দা ল্যান্সনায়েক দেবাশিস। তিনি পুরীর বাসিন্দা ছিলেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.