× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের বৈঠকে রাশিয়াকে একহাত নিল ইউক্রেনের পশ্চিমা মিত্ররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৪:২০ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৮:৩১ পিএম

বৈঠকে ল্যাভরভের পাশে বসেই  ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : এএফপি

বৈঠকে ল্যাভরভের পাশে বসেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : এএফপি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় রাশিয়াকে একহাত নিয়েছে ইউক্রেনের আন্তর্জাতিক তথা পশ্চিমা মিত্ররা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা বলেছে, গত বছর ইউক্রেন আক্রমণ করে মস্কো নিজেই জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত।

সোমবার (২৪ এপ্রিল) জাতিসংঘের ওই বৈঠকের আগে ল্যাভরভ বলেছিলেন, জাতিসংঘের ব্যবস্থা গভীর সংকট সহ্য করছে এবং এজন্য পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র দায়ী।

রাশিয়া বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসিক সভাপতি এবং তার মেয়াদের একটি ‘স্বাক্ষর’ ইভেন্ট হিসেবে ওই বৈঠকের আয়োজন করে মস্কো।

বৈঠকে ভাষণ দিতে গিয়ে ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেন যে, বিশ্ব শীতল যুদ্ধের চেয়ে সম্ভবত আরও বেশি বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, ‘বহুপক্ষীয়তার ওপর আস্থা হারিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আসুন কোদালকে কোদাল বলি। পশ্চিমা সংখ্যালঘুদের সমগ্র মানব জাতির পক্ষে কথা বলার অনুমতি দেয়নি কেউ।’

বৈঠকে ল্যাভরভের পাশে বসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ‘লঙ্ঘন’ বলে নিন্দা করেন।

গুতেরেস বলেন, ‘যুদ্ধটি দেশ ও এর জনগণের জন্য ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে এবং কোভিড মহামারি দ্বারা সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়কে যুক্ত করছে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের সৃষ্টির পর থেকে বহুপক্ষীয় ব্যবস্থা যেকোনো সময়ের চেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে। বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বর্তমানে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। ভুল দুঃসাহসিক সংঘর্ষের ঝুঁকিও তাই বাড়ছে।’

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যসহ নিরাপত্তা পরিষদের একদল সদস্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা করে ওই বৈঠকে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ওলোফ স্কুগ বলেছেন, ‘এ বিতর্কের আয়োজন করে রাশিয়া নিজেকে জাতিসংঘের সনদ ও বহুপক্ষীয়তার রক্ষক হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। সত্য থেকে বেশি কিছু হতে পারে না। এটা নিন্দনীয়।’

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, ‘বিশ্ব দেখেছে বিশ্বের জন্য রাশিয়ার বহুপক্ষীয়তার ধারণা কী। জাতিসংঘের সনদকে পদদলিত করা একটি যুদ্ধ যা ইউক্রেনের জন্য অকল্পনীয় দুর্ভোগ নিয়ে এসেছে এবং এটি রাশিয়ার জন্যও একটি অবিরাম বিপর্যয়।’

ওয়াশিংটনে জাতিসংঘ রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড তার হাতে জাতিসংঘের সনদের একটি অনুলিপি ধরে রেখে এর মূল্যবোধ রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

থমাস-গ্রিনফিল্ড বৈঠকে বলেন, ‘আমাদের কপট আহ্বায়ক রাশিয়া আজ তার প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করে জাতিসংঘের সনদের কেন্দ্রস্থলে আঘাত করেছে।’

তিনি বলেন, ‘১৪ মাসের যুদ্ধের সময় রাশিয়ার কর্মকাণ্ড দেখেই বোঝা যায় যে, ইউক্রেনে আগ্রাসন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি কেবল ইউক্রেন বা ইউরোপের সঙ্গে সম্পর্কিত নয়। এটা আমাদের সবার জন্য উদ্বেগের কারণ। আজ এটি ইউক্রেন, কিন্তু আগামীকাল এটি অন্য একটি দেশ হতে পারে।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা