× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞার অবসান চায় জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৪:৫৩ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৫:২৪ পিএম

কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে নারী শিক্ষার্থীরা। ছবি : এনডিটিভি

কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে নারী শিক্ষার্থীরা। ছবি : এনডিটিভি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) একটি প্রস্তাব গৃহীত হয়েছে, যাতে তালেবানকে ‘দ্রুত নারীদের বিরুদ্ধে সমস্ত বিধিনিষেধমূলক ব্যবস্থা প্রত্যাহার’ করার আহ্বান জানানো হয়েছে। 

বিশেষ করে জাতিসংঘের জন্য কাজ করা আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানানো হয়েছে ওই প্রস্তাবে। ওই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে জানা গেছে।

প্রস্তাবটিতে বলা হয়েছে, এপ্রিলের শুরুতে নারীদের বিরুদ্ধে ঘোষিত ওই নিষেধাজ্ঞা ‘মানবাধিকার এবং মানবিক নীতিকে ক্ষুণ্ন করেছে।’

নিরাপত্তা পরিষদ তালেবানকে দেশটির ‘নারী ও মেয়েদের তাদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার ভোগকে সীমিত করে এমন নীতি ও অনুশীলনগুলোকে দ্রুত পরিবর্তন করার’ আহ্বান জানিয়েছে৷

এটিতে শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরার স্বাধীনতা এবং জনজীবনে নারীর পূর্ণ সমান এবং অর্থপূর্ণ অংশগ্রহণের প্রবেশাধিকার উল্লেখ করেছে।

নিরাপত্তা পরিষদ এই নীতি ও অনুশীলনগুলোর একটি জরুরি পরিবর্তনের প্রচার করার জন্য সমস্ত রাজ্য এবং সংস্থাকে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি এবং আফগানিস্তানে জাতিসংঘের মিশনের এবং জাতিসংঘের অন্য সংস্থাগুলোর নিরবচ্ছিন্ন উপস্থিতির সমালোচনামূলক গুরুত্বের ওপর জোর দিয়েছে।

জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত লানা জাকি নুসিবেহ বলেছেন, ‘আফগানিস্তানের নারীদের সমাজ থেকে মুছে ফেলায় বিশ্ব চুপ করে বসে থাকবে না।’

কিন্তু প্রস্তাবটির পক্ষে রাশিয়ার ভোট সত্ত্বেও রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া প্রস্তাবটির সমালোচনা করে বলেছেন, ‘আমরা গুরুতরভাবে দুঃখিত, হতাশ। আপনি যদি এতই আন্তরিক হন, তাহলে কেন আপনি দেশ থেকে চুরি করা সম্পদ ফেরত দেবেন না।’ 

তালেবান ২০২১ সালে দেশটির দখল নেওয়ার পর যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন সম্পদের উল্লেখ করে তিনি এ কথা বলেন। 

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র অর্ধেক অর্থ পরিচালনার জন্য সুইজারল্যান্ডভিত্তিক একটি তহবিল গঠনের ঘোষণা দেয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানের পরিস্থিতির টেকসই উপায়ে এগিয়ে যাওয়ার জন্য অভিন্ন উদ্দেশ্যগুলোর আন্তর্জাতিক কর্মসূচিকে পুনরুজ্জীবিত করতে আগামী সপ্তাহে দোহায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করছেন।’

২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে এটি ইসলামের কঠোর ব্যাখ্যায় ফিরে এসেছে।

আফগান নারীদের ওপর বেশ কয়েকটি বিধিনিষেধের মধ্যে রয়েছে তাদের উচ্চশিক্ষা এবং অনেক সরকারি চাকরি থেকে নিষিদ্ধ করা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা