× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়সে কাবু বাইডেনের জীর্ণ রসিকতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২৩:৩৮ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ০০:০৫ এএম

জো বাইডেন। ছবি: সংগৃহীত

জো বাইডেন। ছবি: সংগৃহীত

জো বাইডেন সম্প্রতি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এরপর থেকে ৮০ বছর বয়সী বাইডেনকে নিয়ে নানান মুখরোচক গল্প হচ্ছে। এ অবস্থায় শনিবার (২৯ এপ্রিল) কিছু সমালোচনার জবাব দিয়েছে তিনি। 

শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে জাঁদরেল সব সাংবাদিকদের সামনে হাস্যরসাত্মক গল্প করেন বাইডেন। এসব গল্পের বেশির ভাগই ছিল তার বয়স নিয়ে। 

এক পর্যায়ে বাইডেন বলেন, দেখুন, বয়স একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমার ভালোমতো জানা আছে। সবাই এটা নিয়ে কথা বলছে, ভাবছে। জানেনই তো, নিউ ইয়র্ক টাইমস আমার বয়স নিয়ে বেশ উৎসাহী। সম্প্রতি তারা শিরোনাম করেছে, বাইডেনের বয়স একটি বড় ইস্যু, ট্রাম্পের তা নয়। 

আলজাজিরা জানায়, বাইডেন নিজের বয়স বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেও দ্য ডেইলি শোর প্রতিনিধি রয় উড জুনিয়রের এক মন্তব্যের কোনো পাল্টা-মন্তব্য করেননি। 

রয় উড বলেন, ফ্রান্সে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৬৪ বছরের বেশি কাজ না করার দাবিতে রীতিমতো দাঙ্গা করছেন। কিন্তু আমাদের ৮০ বছর বয়সী এক ব্যক্তি আরও চার বছর পদে থাকার চেষ্টা করছেন। এ জন্য আমাদের কাছে আবেদন করছেন। ব্যাপারটা চমৎকার! 

আরটি জানায়, সম্প্রতি বিভিন্ন জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ বাইডেনকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট চান না। এমন কি তার পার্টির সদস্যদের একটা অংশও তাকে চান না। তা সত্ত্বেও গত সপ্তাহে ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাইডেন।

একই নির্বাচনে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। জরিপে তার জনপ্রিয়তাও বেশ কম। তবে, পার্টিতে তার বড় সমর্থন রয়েছে। 

সূত্র: আলজাজিরা, আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা