× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করছেন ফুমিও কিশিদা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৬:১৫ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইওলের সঙ্গে করমর্দনরত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইওলের সঙ্গে করমর্দনরত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইওলের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে সিউল সফরের পরিকল্পনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

কিশিদা মঙ্গলবার (২ মে) তার এই অভিপ্রায়ের কথা জানিয়েছেন।

২০১৮ সালের পর দক্ষিণ কোরিয়ায় জাপানি প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর হবে বলে জানা গেছে। 

কিশিদা ও উন টোকিওতে মার্চের শীর্ষ সম্মেলনে টিট-ফর-ট্যাট বাণিজ্যের অবসানে সম্মত হওয়ার পর সফরের পরিকল্পনার কথা জানা গেল। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে জোরপূর্বক শ্রমের ব্যবহার নিয়ে প্রতিবেশী এ দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন বছরের পর বছর ধরে চলছিল। 

তবে বিতর্কের অবসান ঘটাতে এবং উত্তর কোরিয়াসহ আঞ্চলিক চ্যালেঞ্জের বিরুদ্ধে একটি ঐক্যফ্রন্ট গঠন করতে আগ্রহী উন।

আফ্রিকার চার দেশ ও সিঙ্গাপুর সফরের দ্বিতীয় পর্বে কিশিদা ঘানায় অবস্থানকালে বলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা ৭ ও ৮ মে দক্ষিণ কোরিয়া সফরে যেতে পারি।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের আগে এই সফর জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে ত্বরান্বিত করা এবং দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় করার একটি ভালো সুযোগ তৈরি করবে।’

উনকে ১৯ থেকে ২১ মে জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন কিশিদা।

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট জাপানি সংস্থাগুলোকে জোরপূর্বক যুদ্ধকালীন শ্রমের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার পর দেশগুলোর মধ্যে প্রায়শই সম্পর্কের অবনতি ঘটে। 

তবে এই বছর সম্পর্কের বরফ গলানোর প্রচেষ্টায় জাপানের বাণিজ্য মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছে, দেশটি দক্ষিণ কোরিয়ার বিশ্বস্ত বাণিজ্য অংশীদারদের তথাকথিত ‘সাদা তালিকায়’ যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র : এনপিআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা