× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেক্সাসে পাঁচ প্রতিবেশীকে হত্যার সন্দেহভাজন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৩:৩২ পিএম

টেক্সাসে গুলির ঘটনার পর ফ্রান্সিসকো ওরোপেসাকে গ্রেপ্তারের জন্য ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। ছবি : বিবিসি

টেক্সাসে গুলির ঘটনার পর ফ্রান্সিসকো ওরোপেসাকে গ্রেপ্তারের জন্য ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত শুক্রবার (২৮ এপ্রিল) গুলি করে পাঁচ প্রতিবেশীকে হত্যার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরিফ গ্রেগ ক্যাপার্স বলেছেন, সন্দেহভাজন ৩৮ বছর বয়সি ফ্রান্সিসকো ওরোপেসাকে টেক্সাসের কাট অ্যান্ড শুট শহরে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুকে ঘুমানোর সময় শুটিং অনুশীলন বন্ধ করতে বলায় ওরোপেজা ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের ওপর গুলি চালান বলে জানা গেছে।

নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা এবং তাদের মধ্যে ৮ বছরের একটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন-সোনিয়া আর্জেন্টিনা গুজম্যান, ডায়ানা ভেলাজকুয়েজ আলভারাডো, জুলিসা মোলিনা রিভেরা, হোসে জোনাথন ক্যাসারেজ এবং ড্যানিয়েল এনরিক লাসো।

ওরোপেজা একটি এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল ব্যবহার করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শেরিফ ক্যাপার্স বলেন, যারা নিহত হয়েছেন তাদের ঘাড়ের ওপরে গুলি করা হয়েছে।

হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এনরিক রেইনা টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা এই অপরাধের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’

এফবিআই হিউস্টন স্পেশাল এজেন্ট ইন চার্জ জেমস স্মিথ সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার কোথাও লুকিয়ে আছেন এবং সে সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ।’ 

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে টেক্সাসের পুলিশ কর্মকর্তারা বলেছেন, স্থানীয় একজন টিপ লাইনের মাধ্যমে এফবিআইকে ওই সন্দেহভাজন ব্যক্তির অবস্থান সম্পটর্কে তথ্য দিলে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্য পাওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তারা ফোন কলের মাধ্যমে তথ্য জানানো সেই ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেছেন।

তথ্যে প্রদানের জন্য ওই ব্যক্তিকে ৮০ হাজার ডলার পুরস্কারের প্রস্তাবও দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। 

সান জাকিন্টো কাউন্টির শেরিফ ক্যাপার্স বলেছেন, ‘সন্দেহভাজন ব্যক্তিকে বর্ডার প্যাট্রোল ট্যাকটিক্যাল ইউনিট বা বোর্টাক একটি বিশেষ ইউনিটের সদস্যরা হেফাজতে নিয়েছিল।’

সন্দেহভাজন ওরোপেসাকে গোলাগুলির স্থান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূর থেকে প্রেপ্তার হয়েছে।

ক্যাপার্স বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি কীভাবে ব্যবহৃত অস্ত্রটি পেয়েছে তা নিয়ে তদন্ত চলছে। গ্রেপ্তারের সময় যারা ওই বাড়িতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা