× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রধান বিচারপতির উচিত শাশুড়ির মতো পিটিআইয়ে যোগ দেওয়া’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১২:২৬ পিএম

পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ বিচারকের তুমুল সমালোচনা করেছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতারা।

প্রসঙ্গত, সুপ্রিমকোর্ট বৃহস্পতিবার (১১ মে) ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে ‘অবিলম্বে’ মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

বিচারপতি সিজেপি বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতি আতহার মিনাল্লাহ এবং বিচারপতি মুহাম্মদ আলী মাজহারের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ খানের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের ওপর ওই রায় দেন।

রায়ের প্রতিক্রিয়ায় পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করে তাকে পদ থেকে সরে যেতে এবং বিরোধী দল পিটিআইয়ে যোগ দিতে বলেন।

শুনানির সময় সিজেপির মন্তব্যের উল্লেখ করে পিএমএল-এন নেতা মরিয়ম বলেন, ‘জাতীয় কোষাগার থেকে ৬০ বিলিয়ন রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে দেখা করে প্রধান বিচারপতি আজ খুব খুশি হয়েছেন এবং তিনি এই অপরাধীকে ছেড়ে দিতে পেরে আরও বেশি খুশি।’

তিনি আরও বলেন, সিজেপি বান্দিয়ালের ফিতনার ঢাল হিসেবে কাজ করছেন এবং দেশের আগুনে ঘি ঢালছেন। আপনার উচিত প্রধান বিচারপতির পদ ছেড়ে দেওয়া এবং আপনার শাশুড়ির মতো তেহরিক-ই-ইনসাফে যোগ দেওয়া।’

টুইটারে এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল গত পিটিআই মেয়াদে বিরোধী নেতাদের বিরুদ্ধে ক্র্যাকডাউনের কথা উল্লেখ করে নিখেছেন, ‘এই সুপ্রিমকোর্ট ২০১৮-২২ সালেও ছিল!’

পিএমএল-এন নেত্রী হিনা পারভেজ বাট টুইটারে লিখেছেন, ‘যে ব্যক্তি দেশের রাষ্ট্রীয় ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং কোটি কোটি টাকার ক্ষতি করেছে তাকে সুপ্রিমকোর্টের অতিথি বানানো অত্যন্ত নিন্দনীয়।’

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা