× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোয় কার রেসিংয়ে গোলাগুলিতে নিহত ১১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১১:২৪ এএম

আপডেট : ২১ মে ২০২৩ ১২:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারসংক্রান্ত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারসংক্রান্ত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের এনসেনদা শহরে শনিবার (২০ মে) গোলাগুলিতে ১১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এরই মধ্যে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিশেষ তদন্ত দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মেক্সিকোর সেনা, ন্যাশনাল গার্ড এবং স্টেট ও ন্যাশনাল পুলিশকেও ঘটনাস্থলে উপস্থিত দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের পাচারের সঙ্গে যুক্ত অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। স্থানীয় সাংবাদিক আলফ্রেদো আলভারেজ এ ঘটনার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন। সেখানে দুপুরবেলার পরিবেশে গাড়ি লক্ষ করে বন্দুকধারীদের গুলি করতে দেখা গেছে। ভিডিওজুড়ে বিরামহীনভাবে অটোমেটিক অস্ত্রের ছোড়া গুলির শব্দ শোনা গেছে। এ সময় সহিংসতা থেকে বাঁচতে প্রত্যক্ষদর্শীদের রাস্তায় দৌড়াতে দেখা গেছে।

আলভারেজের নিউজ সাইটের তথ্যমতে, আরেল্লানো ফেলিক্স কার্টেল (সিএএফ) ও সিনালোয়া কার্টেলের মধ্যকার দ্বন্দ্ব থেকে এ সংঘাতের সূত্রপাত।

সূত্র : আলফ্রেদোআলভারেজডটএমএক্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা