গ্রিসের সাধারণ নির্বাচনে রবিবার (২১ মে) পর্যন্ত এগিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন রক্ষণশীল ঘরানার নিউ ডেমোক্রেসি পার্টি। তবে সর্বশেষ এক জরিপ বলছে, এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত ভোট পায়নি দলটি।
জরিপের তথ্য শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে সত্যি হলে গ্রিসের তীব্রভাবে বিভক্ত রাজনৈতিক দলগুলো মাত্র ৯ দিন সময় পাবে জোট সরকার গড়ে তোলার জন্য। তা সম্ভব না হলে, এক মাস পর নতুন করে নির্বাচন করতে পারবে।
ছয়টি প্রধান জরিপ সংস্থার দেওয়া তথ্যানুসারে, নিউ ডেমোক্রেসি ভোটের ৩৬ থেকে ৪০ শতাংশ পেয়েছে। এর পরপরই ২৫ থেকে ২৯ শতাংশ ভোট রয়েছে বামপন্থী সিরিজার। দেশজুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে তারা।
রয়টার্সের প্রতিবেদন বলছে, গ্রিসের তিনশ আসনের আইনসভার জন্য প্রতি চার বছর পরপর নির্বাচন হয়। জরিপ সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা বলছেন, পুরোদস্তুরভাবে জিততে হলে কোনো দলের ৪৫ শতাংশের বেশি ভোট পেতে হবে। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকের পর এরকমটি আর হতে দেখা যায়নি গ্রিসে।
রবিবার বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয় দেশটিতে। সূত্র: রয়টার্স
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.